কাবিরুল ইসলাম গোমস্তাপুর(চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধিঃ
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে সড়ক দুর্ঘটনায় এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার দুপুরে উপজেলার চৌডালা – কানসাট সড়কের লাইন পাড়ায় এ দূর্ঘটনা ঘটে। গোমস্তাপুর থানার ওসি দিলিপ কুমার দাস জানান, বুধবার দুপুরে ওই এলাকা দিয়ে রাস্তা পার হওয়ার সময় বিপরীত দিক থেকে আসা একটি স্টিয়ারিং ভূটভূটি তাকে ধাক্কা দিলে সে ঘটনাস্থলেই মারা যায়। সে ওই এলাকার তরিকুল ইসলামের শিশুকন্যা ইসরাত (৫)। পুলিশ ঘাতক ভূটভুটির সহকারীকে আটক করলেও চালক পলাতক রয়েছে। এ ঘটনায় থানায় একটি ইউডি মামলা হয়েছে।
Facebook Comments Box