, , , ,

আন্তর্জাতিক নদী’কৃত্য দিবসে অবস্থান কর্মসূচি পালিত

অতনু চৌধুরী (রাজু) বাগেরহাট জেলা প্রতিনিধিঃ
সুন্দরবনের প্রাণ পশুর নদী’সহ সুন্দরবন অঞ্চলের নদ – নদী ও খালের জীবন্ত স্বত্তা ফিরিয়ে দাও। অপরিকল্পিত শিল্পায়ন,  পরিবেশ – প্রকৃতি বিরোধী উন্নয়ন কর্মকান্ড, দখল এবং দূষণে বিপর্যস্ত সুন্দরবন অঞ্চলে নদ – নদী ও খাল। সরকারি খালের গতি প্রবাহ সচল রেখে পরিবেশ ও জনবান্ধব উন্নয়ন পরিকল্পনা গ্রহন করতে হবে। সোমবার (১৪ মার্চ)  সকাল ১১টায় এই আন্তর্জাতিক নদীকৃত্য দিবস উপলক্ষে মোংলা চিলা বাজার সংলগ্ন পশুর নদী পাড়ে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা), ওয়াটারকিপার্স বাংলাদেশ, পশুর রিভার ওয়াটারকিপার এবং জবা নারী দলের আয়োজনে অবস্থান কর্মসূচি চলাকালে সমাবেশে বক্তারা এক সাথে বলেন।
জীববৈচিত্রের জন্য নদী” শ্লোগানে সুন্দরবন অঞ্চলের নদ – নদী ও খাল দখল এবং দূষণের কবল থেকে রহ্মার দাবীতে অবস্থান কর্মসূচিতে সভাপতিত্ব করেন বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা), বাগেরহাট জেলার আহ্বায়ক পশুর রিভার ওয়াটারকিপার মোঃ নূর আলম শেখ। অবস্থান কর্মসূচিতে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বাপা নেতা এম এ সবুর রানা, কমলা সরকার, আব্দুর রশিদ হাওলাদার, শেখ রাসেল, নদী কর্মী হাসিব সরদার, চন্দ্রিকা মন্ডল প্রমূখ। অবস্থান কর্মসূচিতে বক্তারা আরও বলেন, পশুর নদীতে আনফিট নৌযান চলাচলের ফলে প্রতিনিয়ত তেল – কয়লা ভর্তি জাহাজ ডুবির ফলে সুন্দরবনের জীববৈচিত্র্য হুমকিতে পড়েছে।  বক্তারা বাগেরহাটের ভৈরব নদী এবং শরণখোলার বলেশ্বর নদীকে দখল এবং দূষণ মুক্ত করার দাবি জানান। সভাপতির বক্তব্যে বাপা নেতা মোঃ নূর আলম শেখ নদী কমিশন কতৃক প্রকাশিত নদী দখলদাদের উচ্ছেদ করার জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানান। অবস্থান কর্মসূচিতে পশুর নদী পাড়ে মৎস্য জীবি, বনজীবি, জেলে, বাওয়ালী – মাওয়ালী ও নারী সমাজ অংশ গ্রহণ করেন। অবস্থান কর্মসূচিতে অংশগ্রহণকারীরা ” নদী বাঁচাও, দেশ বাঁচাও ” সুন্দরবন বাঁচাও “টাইম ফর ন্যাচার ” ইত্যাদি লিখিত শ্লোগানের পোষ্টার – ফেস্টুন প্রদর্শন করেন।
Facebook Comments Box
  • Untitled post 14630
  • Untitled post 14225
  • Untitled post 11155
  • Untitled post 14630
  • Untitled post 14225