কাবিরুল ইসলাম গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি :
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে মুক্তির উৎসব ও সুবর্ণজয়ন্তী মেলার দ্বিতীয় দিনে নানা কর্মসূচি পালন করা হয়। শুক্রবার দিনব্যাপি কর্মসূচির মধ্যে ছিল গোমস্তাপুর উপজেলার বিভিন্ন দপ্তরের উন্নয়নমূলক কর্মকান্ড উপস্থাপন, কবিতা আবৃত্তি ও বক্তৃতা। সকালে উপজেলা চত্বরস্থ মেলায় বিভিন্ন দপ্তরের উন্নয়নের চিত্র তুলে ধরেণ বিভিন্ন দপ্তরের প্রতিনিধিগণ। বিকেলে শিক্ষার্থীরা কবিতা আবৃত্তি ও উপস্থিত বক্তৃতা প্রতিযোগিতায় অংশ নেন। এ সময় উপস্থিত ছিলেন গোমস্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসমা খাতুন। উল্লেখ্য সাতদিন ব্যাপি চলবে এ মেলার কার্যক্রম।
Facebook Comments Box