, , , ,

গোমস্তাপুরে ইউএনও সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় 

কাবিরুল ইসলাম গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি:
 চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসমা খাতুন স্থানীয় সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছেন। গতকাল শনিবার বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা কার্যালয়ে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় ইউএনও আসমা খাতুন বলেন, গোমস্তাপুর উপজেলার ৮টি ইউনিয়ন ও একটি পৌরসভায় ২০ মার্চ থেকে ৩১ মার্চ পর্যন্ত মোট পর্যায়ক্রমে ২৩ হাজার ৪৪৮ জন সুবিধাভোগীকে টিসিবির পণ্য বিতরণ করা হবে। এরমধ্যে রহনপুর পৌরসভায় ২ হাজার ৯৩৫ জন,রহনপুর ইউনিয়নে ১ হাজার ৬৭১ জন,গোমস্তাপুর ইউনিয়নে ৩ হাজার ৪৭৩ জন, বোয়ালিয়া ইউনিয়নে ২ হাজার ২৯২ জন,পার্বতীপুর ইউনিয়নে  ৩ হাজার ১৪৪ জন,চৌডালা ইউনিয়নে  ৩ হাজার ০২ জন, বাঙ্গাবাড়ী ইউনিয়নে ২ হাজার ১৮৩ জন, আলিনগর ইউনিয়নে ১ হাজার ৩০৩ জন,রাধানগর ইউনিয়নে ৩ হাজার ৪৪৫ জন। আজ (২০মার্চ) রবিবার রহনপুর পৌরসভা ও রহনপুর ইউনিয়নে তিনটি করে মোট ছয়টি স্থানে ডিলারদের মাধ্যমে এই টিসিবির পণ্য দেয়া হবে। এছাড়া স্থানীয় সাংবাদিকদের সঙ্গে উপজেলার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন এবং সবাত্মক সহযোগিতা চেয়েছেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন রহনপুর পৌর মেয়র মতিউর রহমান খান, উপজেলা ত্রান ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা হাবিবুর রহমান, সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন আতিকুল ইসলাম আজম,আসাদুল্লাহ আহমদ, শফিকুল ইসলাম,আল-মামুন বিশ্বাস,নাহিদ ইসলাম,নুর মোহাম্মদ,আব্দুস সালাম তালুকদার,মনিরুল ইসলামসহ অনেকে।
Facebook Comments Box
  • Untitled post 14630
  • Untitled post 14225
  • Untitled post 11155
  • Untitled post 14630
  • Untitled post 14225