মোঃ নজরুল ইসলাম বিশেষ প্রতিনিধি:
যশোরের বেনাপোল সীমান্ত থেকে পৃথক অভিযানে ১ কেজি ৫শ” গ্রাম গাঁজা সহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর যশোর জেলা কার্যালয়।
সোমবার (২১ মার্চ) রাত ১০সময় তাদের আটক করা হয়।
আটককৃতরা হলো, বেনাপোল পোর্ট থানার
ডুবপাড়া গ্রামের খোরশেদ আলীর ছেলে
তালেব মোড়ল (৫৮) ও ৪ নং ঘিবা উত্তর পাড়ার লুৎফর রহমানের ছেলে আজিজুল ইসলাম (৩১)।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর যশোর জেলার উপপরিদর্শক সৈয়দ নুর মোহাম্মদ জানান, গোপন খবরের ভিত্তিতে আসামিদের নিজ বাড়িতে অভিযান চালিয়ে ১ কেজি ৫শ” গ্রাম গাঁজা সহ তাদের আটক করা হয়। এবং আটকদের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে বলে তিনি জানান।