, , , ,

বাগেরহাটে এক গ্রামপুলিশের বিরুদ্ধে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ

অতনু চৌধুরী (রাজু) বাগেরহাট জেলা প্রতিনিধিঃ
বাগেরহাটের ফকিরহাটে সংখ্যালঘু সম্প্রদায়ের এক গৃহবধুকে গ্রাম পুলিশ কর্তৃক জোর পূর্বক ধর্ষন করা হয়েছে। ছাগল খুজতে গেলে গ্রাম পুলিশ মোস্তফা শেখ নামের ঐচৌকিদার গৃহবধুকে একা পেয়ে ধর্ষণ করে।
 সোমবার রাত ১০টা দিয়ে শুভদিয়া ইউনিয়নের ঘনশ্যামপুর গ্রামের ২নং ওয়ার্ডে ভুক্তভোগীর নিজ বাড়ীর পার্শ্বে এই ধর্ষনের ঘটনাটি ঘটে। ভুক্তভোগী জানান, ঘনশ্যামপুর গ্রামের তার বাড়ী। স্বামী বাড়িতে না থাকায় ঐ গৃহবধুর একটি ছাগল হারিয়ে যায়, তখন তিনি সেই ছাগলটি খুজতে গেলে গ্রাম পুলিশ মোস্তফা শেখ তাঁকে জোর পূর্বক ধর্ষন করে। এসময় তার চিৎকারে স্থানীয়রা ছুটে এলে ধর্ষক মোস্তফা শেখ পালিয়ে যায়।
ধর্ষক মোস্তফা শেখ একই গ্রামের আবু বক্কার শেখ এর পুত্র ও শুভদিয়া ইউনিয়নের ২ নং ওয়ার্ল্ডের গ্রামপুলিশ।
এ ঘটনায় ভুক্তভোগী নিজে বাদী হয়ে মঙ্গবার (১৭’ই মে) দুপুরে  ফকিরহাট মডেল থানায় ১ জনকে আসামী করে একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
 এব্যাপারে ফকিরহাট মডেল থানা পুলিশের পরিদর্শক (ওসি) মোঃ আলিমুজ্জামান এর সাথে আলাপ করা হলে তিনি বলেন অভিযোগ পেয়েছি, মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে এবং  আসামীকে গ্রেফতারের জোর তৎপরতা চলছে।
Facebook Comments Box
  • Untitled post 14630
  • Untitled post 14225
  • Untitled post 11155
  • Untitled post 14630
  • Untitled post 14225