স্টাফ রিপোটারঃ
বরগুনার তালতলী উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে ১৫ আগস্ট জাতীয় শোক দিবস যথাযথ মর্যাদায় পালনের লক্ষ্যে দলীয় কার্যালয়ে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৩আগস্ট) দুপুরে উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয় আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি রেজবি-উল-কবির জোমাদ্দার। উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ইউসুফ আলীর সঞ্চলনায় আলোচনা সভায় উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি জাকির হোসেন চুন্নু, আবুল কাসেম হাওলাদার, উপজেলা মহিলালীগের সভাপতি দেলোয়ারা হামিদ, উপজেলা আওয়ামী লীগের সদস্য ও ইউপি চেয়ারম্যান আলমগীর মিঞা আলম মুন্সি ও আবুল বাশার মো বাদশা তালুকদার এবং উপজেলা আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগসহ দলীয় অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।