, , , ,

সীতাকুণ্ডে ট্রাকের পিছনে ঢুকে গেল কার,চালক নিহত

রাফি চৌধুরী,সীতাকুণ্ড প্রতিনিধিঃ
চট্রগ্রামের  সীতাকুণ্ডের বাড়বকুণ্ড এলাকায়  মহাসড়কে দাঁড়ানো একটি ট্রাকের পিছনে প্রাইভেট কার ঢুকে গেলে ঘটনাস্হলেই কার চালক নিহত হয়েছে। ঘটনায় আহত হয়েছে কারের তিন যাত্রী। তাদেরকে চমেক হাসপাতালে প্রেরণ করা হয়েছে। নিহত কার চালকের হলো  মোঃ ফোরকান (৪২) পিতা জালাল আহম্মদ, বাড়ি বোয়ালখালী, চট্টগ্রাম। আহতরা হচ্ছে মোঃ শহিদুল্লাহ (৫৫) জাহানারা বেগম(৪৫) ও আরাফাত হোসেন(২২)। আজ শুক্রবার সকালে বাড়বকুণ্ডে এই দূর্ঘটনা ঘটে।
তাদের বাড়ি বেগমগঞ্জ নোয়াখালী বলে জানা গেছে।  ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, বাড়বকুণ্ড বাজারের  উত্তর পাশে  মহাসড়কে পার্কিং করে দাঁড়িয়ে ছিল একটি ট্রাক। ঢাকা থেকে আসা একটি দ্রুতগতি প্রাইভেট কার ট্রাকের পিছনে ধাক্কা দেয়। তে কারটি ট্রাকের পিছনে ঢুকে পড়ে ধুমড়ে মুছড়ে
যায়,এসময় ঘটনাস্থলেই মারা যান কার চালক। আহত হন কারে থাকা তিন যাত্রী। খবর পেয়ে সীতাকুণ্ড ফায়ার সার্ভিসের টিম ঘটনাস্থলে উপস্থিত হয়ে নিহত ও আহতদের উদ্ধার করে। এব্যাপারে সীতাকুণ্ড ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মোঃ নুরুল আলম দুলাল বলেন, ভোরে বাড়বকুণ্ড এলাকায় দাঁড়ানো ট্রাককে পিছন থেকে একটি প্রাইভেট কার ধাক্কা দিলে চালক ঘটনাস্থলে নিহন হয়। এবং আহত হন তিনজন। নিহতের লাশ বার আউলিয়া হাইওয়ে থানার কাছে হস্তান্তর করা হয়েছে। আহতদের প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যাওয়া হয় পরে সেখান থেকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।
বাড়বকুণ্ড হাইওয়ে পুলিশ প্রতিনিধি কে জানায়,সকাল সাড়ে ৬ টায় বাড়বকুণ্ড দূর্ঘনার খবর পেয়ে দ্রুত হাইওয়ে পুলিশ ঘটনাস্হলে যায়,আহত সবাইকে উদ্ধার করে,এসময় কার চালক কে মৃত দেখতে পায়।আহতদের কে চমেক হাসপাতালে ,চালকের মৃত দেহ মর্গে প্রেরন করা হয়েছে। েব্যাপারে একটি মামলা রুজু করা হয়েছে।
Facebook Comments Box
  • Untitled post 14630
  • Untitled post 14225
  • Untitled post 11155
  • Untitled post 14630
  • Untitled post 14225