বরগুনার পাথরঘাটায় বন্য শূকরের আক্রমণে নারীসহ চারজন আহত হয়েছেন। বুধবার (২৭ মার্চ) উপজেলার গাববাড়িয়া ও টেংরা গ্রামে এ ঘটনা ঘটে। আহতদের পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
জানা গেছে, উপজেলার সংরক্ষিত বনের শুকর খাদ্যের জন্য লোকালয় এসে কৃষকের ফসলের ক্ষতি করে। স্থানীয়রা বাধা দিলে তাদের প্রতি ক্ষিপ্ত হয়ে কামরান। আহতরা হলেন- গাববাড়িয়া গ্রামের মো. বেলায়েত মীর (৫৫), তার ছেলে মো. ইব্রাহিম মীর (৩২) ও হাসান মীরের স্ত্রী ছকিনা বেগম (৪২) ও টেংরা গ্রামের সাইকুল ইসলাম (২৩)।
বন বিভাগের পটুয়াখালী বিভাগীয় কর্মকর্তা মো. সফিকুল ইসলাম জানান, সংরক্ষিত বনের ওই শূকর হত্যা বেআইনি। মানুষকে সচেতন করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। আক্রান্তদের ক্ষতিপূরণের ব্যবস্থা করা হবে।