বরগুনায় ছাত্রদল নেতা রনির অব্যাহতির আদেশ প্রত্যাহারের দাবিতে মানববন্ধন জহিরুল হক,বরগুনাঃ বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল বরগুনা সদর উপজেলা শাখার আহবায়ক ও ছাত্রদল বরগুনা জেলা শাখার সহ সভাপতি মেহেদী হাসান রনির অব্যহতি আদেশ প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছে ছাত্রদল বরগুনা জেলা ও সদর উপজেলা শাখা ছাত্রদল। বৃহস্পতিবার(২০ ফেব্রুয়ারি) সকাল ১১ টায় বরগুনা প্রেসক্লাব চত্বরে এ মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, মেহেদী হাসান রনি রাজনৈতিক ষড়যন্ত্রের শিকার। কেন্দ্রীয় কমিটিকে ভুল বুঝিয়ে দুঃসময়ের ত্যাগী এই ছাত্র নেতাকে অন্যায়ভাবে অব্যাহতি দেওয়া হয়েছে। তাদের এই সিদ্ধান্ত অবিলম্বে প্রত্যাহারের দাবি জানান। কেন্দ্রীয় সংসদকে হুঁশিয়ারি দিয়ে বলেন, দ্রুত রনির বহিষ্কারাদেশ প্রত্যাহার করা না হলে আমরা আরও কঠোর কর্মসূচি ঘোষণা করব।মানববন্ধনে বিএনপি এবং ছাত্রদলসহ বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
,

বরগুনায় ছাত্রদল নেতা রনির অব্যাহতির আদেশ প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

জহিরুল হক,বরগুনাঃ বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল বরগুনা সদর উপজেলা শাখার আহবায়ক ও ছাত্রদল বরগুনা জেলা শাখার সহ সভাপতি মেহেদী হাসান রনির অব্যহতি আদেশ প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছে ছাত্রদল বরগুনা জেলা ও সদর উপজেলা শাখা ছাত্রদল।

বৃহস্পতিবার(২০ ফেব্রুয়ারি) সকাল ১১ টায় বরগুনা প্রেসক্লাব চত্বরে এ মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল
অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, মেহেদী হাসান রনি রাজনৈতিক ষড়যন্ত্রের শিকার। কেন্দ্রীয় কমিটিকে ভুল বুঝিয়ে দুঃসময়ের ত্যাগী এই ছাত্র নেতাকে অন্যায়ভাবে অব্যাহতি দেওয়া হয়েছে। তাদের এই সিদ্ধান্ত অবিলম্বে প্রত্যাহারের দাবি জানান। কেন্দ্রীয় সংসদকে হুঁশিয়ারি দিয়ে বলেন, দ্রুত রনির বহিষ্কারাদেশ প্রত্যাহার করা না হলে আমরা আরও কঠোর কর্মসূচি ঘোষণা করব।মানববন্ধনে বিএনপি এবং ছাত্রদলসহ বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
  • Untitled post 14630
  • Untitled post 14225
  • Untitled post 11155
  • Untitled post 14630
  • Untitled post 14225