ইসহাক জুয়েল, বরগুনা:
দেশব্যাপী আনসার ভিডিপির চলমান জেলা সমাবেশের অংশ হিসেবে ২০ ফেব্রুয়ারি বরগুনা জেলা শিল্পকলা একাডেমিতে বরগুনা জেলা সমাবেশ-২০২৫ অনুষ্ঠিত হয়েছে।
বরগুনা জেলা প্রশাসক মোহাম্মদ শফিউল আলম এর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী, বরিশাল রেঞ্জ কর্মকর্তা মোঃ আসাদুজ্জামান গনী।
এছাড়া সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ ইব্রাহিম খলিল পুলিশ সুপার বরগুনা। ডাঃ প্রদীপ চন্দ মন্ডল সিভিল সার্জন বরগুনা। সদন চাকমা অধিনায়ক ২২ আনসার ব্যাটালিয়ন এবং জেলা কমান্ডেন্ট ( অঃদাঃ) আনসার ও গ্রাম প্রতিরাক্ষা বাহিনী পটুয়াখালী।
বরগুনা জেলা শিল্পকলা একাডেমিতে সকাল ১১ টার দিকে আনসার ভিডিপি প্রধান অতিথিকে লাল গালিচার শুভেচ্ছার মধ্য দিয়ে শুরু হয় সমাবেশের কার্যক্রম। প্রধান অতিথি বেলুন ও ফেস্টুন উড়ানোর মধ্য দিয়ে সমাবেশের উদ্বোধন করেন। এরপর আনসারদের কার্যক্রমের ভিডিও চিত্রের প্রদর্শনী দেখানো হয় এবং অতিথিবৃন্দ তাদের বক্তব্যের মাধ্যমে আনসারদের দিকনির্দেশনা দেন।
বরিশাল রেঞ্জ কর্মকর্তা মোঃ আসাদুজ্জামান গনী প্রধান অতিথির বক্তব্যে বলেন ছাত্র- জনতার আন্দোলনের মাধ্যমে গণ অভ্যুত্থানের পর নতুন বাংলাদেশ তৈরীতে আনসারদের ভূমিকা ছিল অনস্বীকার্য। আমরা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে দেশকে অস্থিতিশীল পরিবেশ মোকাবেলায় অগ্রনী ভূমিকা রেখেছি। তিনি আরো বলেন তরুণ উদ্যোক্তা সৃষ্টির মাধ্যমে তৃণমূল নেতৃত্বকে আরও কার্যকর, গতিশীল ও আস্থাশীল হিসেবে গড়ে তোলা হবে। একটি শক্তিশালী ও টেকসই আর্থ-সামাজিক ব্যবস্থা গড়ে তুলতে আনসার-ভিডিপির সম্ভাবনা অপরিসীম।