বিশেষ প্রতিনিধি:
গত ১২ এপ্রিল সাউথ এশিয়ান বিজনেস পার্টনারশিপ ও এশিয়ান বিজনেস পার্টনারশীপ সামিট এর যৌথ প্রয়াসে নেপালের রাজধানী কাঠমান্ডুতে হোটেল থামেল পার্ক অডিটোরিয়ামে এশিয়ান এক্সিলেন্স এসিভার্স অ্যাওয়ার্ড ২০২৫ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সমাজে বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য আফগানিস্তান, বাংলাদেশ, ভারত, নেপাল, ভুটান, পাকিস্তান, মালদ্বীপ ও শ্রীলংকার ৩২ গুণীজন কে পুরস্কার প্রদান করা হয়। সর্বকনিষ্ঠ বিজ্ঞানী হিসেবে পাকিস্তানের মোহাম্মদ আয়াত কে পুরস্কার প্রদান করা হয়।
অনুষ্ঠানে এশিয়ান বিজনেস পার্টনারশিপ সামিট এর নির্বাহী পরিচালক মো. গোলাম ফারুক মজনুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেপাল সরকারের বন ও পরিবেশ বিষয়ক মাননীয় মন্ত্রী অয়েন বাহাদুর শাহী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেপাল সরকারের অভ্যন্তরীণ ও আইন বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব সুরাজ চাঁদ লামিচানে, রাষ্ট্রীয় প্রজাতন্ত্র পার্টির কেন্দ্রীয় নেতা শান্তি শায়েস্তা এমপি, তানজিন ভুটিয়া এমপি, ক্লাব ফিফটি এর চেয়ারম্যান ড. অংকুর বি. কারকি। জি বাংলার প্রেজেন্টার ড. মৌ ভট্টাচার্য ও নিপা আক্তার এর সঞ্চালনায় নেপালের পক্ষে স্বাগত বক্তব্য রাখেন জ্যোতি কারকি।
অনুষ্ঠানে সভাপতি মো. গোলাম ফারুক মজনু বলেন নেপাল বাংলাদেশ দীর্ঘদিন একটি বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রেখে আসছে এবং এই সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক আরো জোরদার করে দুই দেশের অর্থনৈতিক, পর্যটন ও বাণিজ্যিক উন্নয়নে দীর্ঘ মেয়াদী পরিকল্পনার উপর গুরুত্ব আরোপ করেন। তিনি আরো বলেন দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে পারস্পরিক সম্পর্ক উন্নয়ন নিয়ে আরো বেশি কাজ করতে হবে। অনুষ্ঠানে পাকিস্তানের মোহাম্মদ আয়াত সহ বিভিন্ন গুণীজনের প্রশংসা করে পুরস্কার প্রদান করেন এবং আলোচনা শেষে নেপালের শিল্পীদের সমন্বয়ে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
Leave a Reply
You must be logged in to post a comment.