,

ইউপি চেয়ারম্যান ও যুবলীগ নেতা তানভীর গ্রেফতার

বরগুনা প্রতিনিধিঃ
সারাদেশে চলমান ডেভিল হান্টের অভিযানে বরগুনা সদর উপজেলার ২ নং গৌরীচন্না ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও বরগুনা জেলা যুবলীগের জনশক্তি ও কর্মসংস্থান বিষয়ক সম্পাদক অ্যাড. তানভীর আহমেদ সিদ্দিকীকে গ্রেফতার করেছে বরগুনা থানা পুলিশ। শনিবার (২৬ এপ্রিল) দুপুর অনুমান ৩.৩০ মিনিটের দিকে সদর উপজেলার মনসাতলী গ্রামের একটি বাসা থেকে তাকে গ্রেফতার করেছে।

পুলিশ জানায়, মনসাতলী গ্রামের একটি বাসায় আত্মগোপনে ছিলেন তিনি। তার বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা চলমান রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে বরগুনা সদর থানা পুলিশের একটি টিম অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করেছে।

গত ২৯ মার্চ শনিবার পলাতক স্বৈরাচারী সরকারের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী দাবী করে আওয়ামীলীগের পক্ষ থেকে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। এ জাতীয় রাষ্ট্রদ্রোহী কর্মকাণ্ড পরিচালনার মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রচেষ্টায় সরাসরি সম্পৃক্ত ছিল তানভীর আহমেদ সিদ্দিকী।

বরগুনা সদর থানার অফিসার ইনচার্জ দেওয়ান জগলুল হাসান জানান, ২ নং গৌরীচন্না ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এডভোকেট তানভীর আহমেদ সিদ্দিকীকে দুপুর সাড়ে তিনটার দিকে থানা পুলিশের একটি টিম গ্রেফাতর করে। বিশেষ ক্ষমতা আইনে মামলায় তাকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

Facebook Comments Box

Leave a Reply

  • Untitled post 14630
  • Untitled post 14225
  • Untitled post 11155
  • Untitled post 14630
  • Untitled post 14225