বন্যা মোকাবেলায় প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছেন-প্রধানমন্ত্রী

দেশে চলমান বন্যা মোকাবেলায় সবাইকে প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সোমবার (২০ জুলাই) সকালে সচিবালয়ে মন্ত্রিসভার নিয়মিত বৈঠক অনুষ্ঠিত হয়। গণভবন থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে সভায় সভাপতিত্ব করেন। পাশাপাশি বন্যায় মানুষের ক্ষয়ক্ষতি যাতে বেশি না হয় এবং পর্যাপ্ত ত্রাণ পায়, সেদিকে নজর রাখার নির্দেশও দেন প্রধানমন্ত্রী।

 

এদিকে, মন্ত্রিসভার আজকের বৈঠকে কোম্পানি আইন ২০২০ এর খসড়ার চূড়ান্ত অনুমোদন দেয়া হয়েছে। এতে এক ব্যক্তির অধীনে কোম্পানি পরিচালনার ক্ষমতা যোগ করার পাশাপাশি অনলাইন রেজিস্ট্রেশনের সুযোগ রাখা হয়েছে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।

 

একইসাথে বৈঠকে ট্রাভেল এজেন্সি নিবন্ধন আইনের খসড়ার চূড়ান্ত অনুমোদন হয়েছে বলেও জানান তিনি।

 

Facebook Comments Box
  • Untitled post 14630
  • Untitled post 14225
  • Untitled post 11155
  • Untitled post 14630
  • Untitled post 14225