স্টাফ রিপোর্টারঃ
মানুষ মানুষের জন্য জীবন জীবনের জন্য
একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না…ও বন্ধু।
ভুপেন হাজারিকার কালজয়ী এ জীবনমুখী গান
আজ মানুষকে প্রেরণা জোগায়।
শিক্ষা জাতির মেরুদন্ড জাতি গঠনে শিক্ষকের গুরুত্ব অপরিসীম। আজ জাতি গড়ার সেই কারিগর, হার মানতে চলেছে মরণব্যাধি ক্যান্সারের কাছে।
বরগুনার তালতলী উপজেলার নয়াভাইজোড়া বি.এন.এ মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক। জনাব হারুন-অর-রশিদ। ব্যাক্তি জীবনে তিনি চার সন্তানের জনক তিন মেয়ে বড় মেয়ে ইন্টার প্রথম বর্ষের ছাত্রী উম্মে হাবিবা(১৬)৫ম শ্রেনীর ছাত্রী সাদিয়া(১০)সালদা (৬) রাফি ইসলাম(৭ মাস)
গত বছর জানুয়ারি মাসে অসুস্থ্য হলে
ব্রেইন টিউমার ধরা পড়ে৷ অপারেশন শেষে ক্যান্সারের জীবানু পাওয়া যায়৷ পরবর্তিতে উন্নত চিকিৎসার জন্য দীর্ঘ দুই মাস ভারতে কেমোথেরাপি নেয়ার পর ২০২০ জুলাই মাসে দেশে ফিরে আসেন৷ গত(১৭ফেব্রুয়ারী) পুনরায় অসুস্থ্য হলে ঢাকায় নিউরোসাইন্স ন্যাশনাল হাসপাতাল, আগারগাঁও তালতলায় ভর্তি করানো হয়৷ তার পুনরায় ব্রেইন টিউমার সহ ক্যান্সার সনাক্ত হয়৷
সেখানে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন তিনি। তার নতুন করে চিকিৎসার জন্য ১০ লক্ষ টাকার মত দরকার এই বিপুল পরিমাণ চিকিৎসা খরচ করার মত সমার্থ নেই পরিবারটির।
তাদের পরিবারের সদস্যরা জানান, জমিজম বিক্রি ও ধার দেনা করে গত এক বছরে ১০ লক্ষ টাকার বেশি অর্থ ব্যয় করেছেন। এখন আর তাদের ব্যয় করার মতো কিছু নেই। পরিবারের উপার্জনকারী একমাত্র ব্যক্তি হাসপাতালে মৃত্যু শয্যায়। স্বামীর চিকিৎসার জন্য স্ত্রী রিনা বেগম সরকার এবং সারাদেশের শিক্ষক সহ সমাজের সকল মানুষের সহযোগিতা চেয়েছেন।
MD HARUN OR ROSHID
4321601001600
sonali bank limited
TALTOLI BRANCH
BARGUNA
bKash Personal: 01739-621697