, , , ,

মায়ের সাথে অভিমানে মেয়ের আত্মহত্যা

স্টাফ রিপোর্টারঃ

বরগুনার তালতলীতে মায়ের সাথে অভিমান করে তানজিলা আক্তার মুক্তা(১৭) নামের এক কলেজ ছাত্রী গলায় রশি দিয়ে আত্মহত্যা করেছে।

রবিবার(০৭ মার্চ) দুপুর ১২ টার দিকে উপজেলার চরপাড়া এলাকায় নিজ বাড়িতে এ ঘটনা ঘটে। ঔ এলাকার খলিলুর রহমানের মেয়ে মুক্তা তালতলী কলেজের দ্বাদশ শ্রেণীর ছাত্রী।

স্থানীয় সূত্রে জানা গেছে, কলেজ ছাত্রী তানজিলা আক্তার মুক্তা ও তার ছোট বোন খাইরুন নেছা (৭) এর সাথে সামান্য বিষয় নিয়ে কথার কাটাকাটি হয়। এ নিয়ে ছোট বোন খাইরুন নেছা তার মাকে বিচার দেয়। মুক্তাকে তার মা একটি লাটি দিয়ে আঘাত করেন। তাক আঘাত করার মায়ের সাথে অভিমান করে মুক্তার নিজ ওড়না দিয়ে ঘরের আড়া সাথে গলায় রশি দিয়ে আত্মহত্যা করেন।

তালতলী থানার ওসি মো. কামরুজ্জামান মিয়া বলেন, আত্মহত্যার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহত তানজিলার লাশ ময়না তদন্ত করতে বরগুনা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এবিষয়ে কোনো অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Facebook Comments Box
  • Untitled post 14630
  • Untitled post 14225
  • Untitled post 11155
  • Untitled post 14630
  • Untitled post 14225