, , , ,

তালতলীতে উপজেলা আওয়ামীলীগের শিশু দিবস ও বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী পালন

স্টাফ রিপোর্টারঃ

বরগুনার তালতলীতে জাতির জনকের জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০১ তম জন্মবার্ষিকী ও শিশু দিবস পালন করেছে উপজেলা আওয়ামীলীগ।

বুধবার ১৭ মার্চ সূর্য উদয়ের সাথে সাথে দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। সকাল ৮ টায় আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, শ্রমিক লীগ সহ অন্যান্য অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা কর্মীরা জাতির জনকের প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করে। এরপর সকাল ১০ টায় এক বর্ণাঢ্য র‌্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ে এসে শেষ হয়। এরপর দলীয় কার্যালয় জাতির জনকের কর্মময় জীবন নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগ সভাপতি ও উপজেলা চেয়ারম্যান রেজবি উল কবির জমাদ্দার, উপজেলা আওয়ামীলীগ সাধারন সম্পাদক ও ইউপি চেয়ারম্যান মু তৌফিকুজ্জামান তনু, সাংগঠনিক সম্পাদক আ রাজ্জাক হাওলাদার প্রমুখ। সব শেষে জাতির জনকের রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

উপজেলায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন
বরগুনার তালতলীতে বুধবার সকাল ১০ টায় “বঙ্গবন্ধুর জন্মদিন, শিশুর হৃদয় হোক রঙীণ” এই স্লোগানকে সামনে রেখে উপেজলা পরিষদ হল রুম মিলনায়তনে সহকারি কমিশনার (ভূমি) সুনিত সাহার সভাপতিত্বে এক আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, উপেজলা পরিষদের চেয়ারম্যান রেজবি উল কবির জোমাদ্দার। অনুষ্ঠানে অরো বক্তব্য রাখেন, তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি কামরুজ্জামান মিয়া, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মনিকা নাজনিন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার কামরুল হাসান মোঃ লুৎফুল কবির, বীর মুক্তিযোদ্ধা আঃ অজিজ আকন, বীরমুক্তি যোদ্ধা আঃ মান্নান, তালতলী সরকারি কলেজের সহকারি অধ্যাপক আঃ রহমান, তালতলী বন্দর মাদ্রাসার অধ্যক্ষ মাওঃ হারুন আর রশিদ, তালতলী সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পরিমল চন্দ্র সরকার, সমাজ সেবক শাহজাহান টুকু প্রমুখ। এর আগে তালতলী সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় থেকে র‌্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদে এসে শেষ হয়। অনুষ্ঠানটি সঞ্চালন করেন ছাতনপাড়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু সিদ্দিক।

Facebook Comments Box
  • Untitled post 14630
  • Untitled post 14225
  • Untitled post 11155
  • Untitled post 14630
  • Untitled post 14225