মোঘল সুমন শাফকাত, বানারীপাড়াঃ
বানারীপাড়ায় বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০১তম জন্ম বার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে আওয়ামী লীগ ও উপজেলা প্রশাসন সহ বিভিন্ন প্রতিষ্ঠানের উদ্যোগে দিবসটি পালন করা হয়। ১৭ মার্চ বুধবার সকালে ডাকবাংলো মোড়ে বঙ্গবন্ধুর ম্যুরালে উপজেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দদের সাথে নিয়ে কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সভাপতি স্থানীয় সাংসদ (বরিশাল-২) মোঃ শাহে আলম ফুলেল শ্রদ্ধা নিবেদন করেন। পরে দলীয় নেতৃবৃন্দ ও শিক্ষার্থীদের নিয়ে বন্দর বাজারে আওয়ামী লীগ কার্যালয়ে কেক কাটা হয়। দুপুর ১২টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা রিপন কুমার সাহার সভাপতিত্বে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন এমপি মো. শাহে আলম। এ সময় আরো উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব গোলাম ফারুক, পৌর মেয়র অ্যাডভোকেট সুভাষ চন্দ্র শীল, উপজেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম সালেহ মঞ্জু মোল্লা , সাধারন সম্পাদক অ্যাডভোকেট মাওলাদ হোসেন সানা, পৌর শাখার সভাপতি সুব্রত লাল কুন্ডু, ভাইস চেয়ারম্যান নুরুল হুদা, ওসি হেলাল উদ্দিন, উপজেলা প্রকৌশলী হুমায়ুন কবির, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রকৌশলী মহসিন উল হাসান প্রমুখ। এ ছাড়াও উপজেলা অওয়ামী লীগ, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক সহ শিক্ষার্থীরা উপস্থিত থেকে দিবসটি উদযাপন করেন।