মো. মিজানুর রহমান (ডোফুরা), দিনাজপুরঃ
দৈনিক প্রথম আলোর সিনিয়র সাংবাদিক রোজিনা ইসলামের উপর নির্যাতন, মিথ্যা মামলা ও গ্রেফতারের প্রতিবাদে অনুষ্ঠিত হয়েছে দিনাজপুর প্রেসক্লাবের আয়োজনে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ।
১৯ মে, ২০২১ বুধবার দুপুর ১২ টায় দিনাজপুর প্রেসক্লাব সম্মুখ সড়কে প্রেসক্লাবের সভাপতি স্বরুপ বক্সী বাচ্চু’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সুব্রত মজুমদার ডলারের প্রাণবন্ত সঞ্চালনায় বক্তব্য রাখেন, প্রেসক্লাবের সাবেক সভাপতি চিত্ত ঘোষ, সাবেক সাধারণ সম্পাদক মো. গোলাম নবী দুলাল, সাংবাদিক কামরুল হুদা হেলাল, প্রথম আলো দিনাজপুর জেলা প্রতিনিধি রাজীউল ইসলাম এবং মানববন্ধনে সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন, জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সভাপতি ও সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মোকসেদ আলী মঙ্গলীয়া, কমিউনিষ্ট লীগের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন নান্নু ও সম্মিলিত সাংস্কৃতিক জোট এর সভাপতি সুলতান কামাল উদ্দিন বাচ্চু প্রমুখ।
মানববন্ধনে আরো সংহতি প্রকাশ করে ওয়ার্কাস পার্টি, নাট্য সমিতি, মহিলা পরিষদসহ নানা রাজনৈতিক, সাংস্কৃতিক, সামাজিক ও পেশাজীবি সংগঠন।
একই দিন সকাল ১১ টায় প্রেসক্লাব সম্মুখ সড়কে দিনাজপুর মহিলা পরিষদের সভাপতি কানিজ রহমানের নেতৃত্বে মহিলা পরিষদ মানববন্ধন ও সমাবেশ করে।