, , , ,

নরসিংদী মডেল থানা পুলিশের হাতে টেটা উদ্ধার

সাদ্দাম উদ্দীন রাজ নরসিংদী থেকেঃ

রবিবার ২৩ মে ২০২১ নরসিংদী মডেল থানাধীন করিমপুর ইউনিয়নের বগারগোত গ্রাম হতে ২০০ টেটা উদ্ধার, ভবিষ্যতে শান্তি শৃঙ্খলা রক্ষার অঙ্গীকার ,
দীর্ঘদিন যাবত গোষ্ঠিগত দ্বন্দ্ব ও স্থানীয় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে চলে আসা বিরোধের কারণে নরসিংদী মডেল থানাধীন করিমপুর ইউনিয়নের বগারগোত গ্রামে বিবাদমান পক্ষের লোকজন দেশীয় অস্ত্র টেটা-বল্লম নিয়ে ইতিপূর্বে সংঘাতে লিপ্ত হয়েছে। কিছুদিন শান্ত থাকার পর পুনরায় বিবাদমান পক্ষের লোকজন আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আবার দেশীয় অস্ত্র-টেটা বল্লম সংগ্রহ করে মারামারি করার জন্য প্রস্তুতি নিলে বিষয়টি জানতে পেরে স্থানীয় চেয়ারম্যানসহ বিবাদমান উভয় পক্ষদ্বয়ের মধ্যে বিরোধ নিষ্পত্তি করার পর উভয় পক্ষ এই মর্মে অঙ্গীকার করে যে, তারা ভবিষ্যতে আর কোন মারামারি, ঝগড়া বিবাদ ও দলাদলীতে লিপ্ত হবে না এবং তাদের নিকট থাকা টেটা-বল্লম পুলিশের কাছে জমা দেওয়ার প্রতিশ্রুতি দেয়। তারই প্রেক্ষিতে ২৩ মে ২০২১ বেলা ১২.৩০ মিনিটে সময় অতিরিক্ত পুলিশ সুপার, সদর সার্কেল, নরসিংদী জনাব শাহেদ আহমেদ ও নরসিংদী মডেল থানার অফিসার ইনচার্জ জনাব বিপ্লব কুমার দত্ত চৌধুরী, পুলিশ পরিদর্শক (তদন্ত) জনাব আতাউর রহমান ও স্থানীয় চেয়ারম্যান জনাব মোমিনুর রহমান আপেল এর উপস্থিতিতে বগারগোত গ্রামে স্কুল মাঠে ২০০ টেটা জমা প্রদান করে।

Facebook Comments Box
  • Untitled post 14630
  • Untitled post 14225
  • Untitled post 11155
  • Untitled post 14630
  • Untitled post 14225