মোঘল সুমন শাফকাত,বানারীপাড়াঃ
বরিশালের বানারীপাড়ায় ইটবাহী অবৈধ ভাবে চলাচলরত ট্রলির চাপায় সানি (১৮) নামের এক হেলপার নিহত হয়েছে। ২৫ মে সকাল ৮টার দিকে উপজেলার ব্রাক্ষ্মণকাঠি গ্রামে কামরুল কাজির (কেএসবি) ইটের ভাটা থেকে ধারন ক্ষমতার অধিক ইট বোঝাই করে ট্রলি নামক বাহনটি রাস্তায় উঠতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এসময় ট্রলির হেলপার সানি ট্রলির চাপায় গুরুতর আহত হয়। স্থানীয়রা সানিকে উদ্ধার করে বানারীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। তবে ট্রলির চালক শামিম অক্ষত রয়েছেন। সানি উপজেলার সলিয়াবাকপুর গ্রামের হতদরিদ্র আ. হালিমের ছেলে। তার মর্মান্তিক এ মৃত্যুতে পরিবারে শোকের মাতম বইছে। এ প্রসঙ্গে বানারীপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) হেলাল উদ্দিন বলেন, ট্রলিটি আটক করা হয়েছে। এদিকে অভিযোগ রয়েছে সড়কে বেপরোয়া ভাবে এসব অবৈধ বাহন বহু আগে থেকেই চলাচল করছে অনায়াশেই। সরেজমিনেও দেখা যায় এসব বাহনের চালকরা অধিকাংশই অপ্রাপ্ত বয়স্ক ও অনভিজ্ঞ। যার ফলস্রুতিতে প্রায়ই ঘটছে অনাকাংখিত দূর্ঘটনা। এমন অভিযোগও রয়েছে এসব দূর্ঘটনায় ক্ষতিপূরন হিসেবে মোটা অংকের অর্থ লেনদেন হলেও তার ক্ষুদ্রতম অংশ পেয়ে থাকে ক্ষতিগ্রস্থ পরিবার। পরে মালিক পক্ষ অনায়াশেই থানা থেকে ছাড়িয়ে নিতে পরেন তার অবৈধ বাহনটি। এরপরেই আবার পুরনো রুপে বহাল তবিয়তে দাপিয়ে বেড়ায় সড়ক।