মোঘল সুমন শাফকাত,বানারীপাড়াঃ
বরিশালের বানারীপাড়ায় শিক্ষক নামধারী লম্পটের বিরুদ্ধে ধর্ষন মামলা দায়ের করেছে অসহায় এক পিতা। বহু নাটকীয়তার পরে পুলিশের সহায়তায় আটক হয় রহিম নামের এক প্রাইভেট শিক্ষক। ঘটনার সূত্রপাত ৩১ মে (সোমবার) সকালে ওই ছাত্রীর বাবা মনির হোসেন বানারীপাড়া থানায় মেয়েকে নিয়ে প্রাইভেট শিক্ষক আব্দুর রহিম উধাও হওয়ার ঘটনায় একটি অভিযোগ করেন। অভিযোগ পেয়ে তৎপর হয় থানা পুলিশ। এর মধ্যেই ওই ছাত্রী তার বাবাকে মুঠোফোনে জানায় তারা বানারীপাড়ায় টিআ্যন্ডটি মোড়ে আসছে। এমন খবরে সাদা পোশাকে পুলিশের সাথে মেয়ের বাবাও সেখানে উপস্থিত হয়। রহিম এবং ওই ছাত্রী নির্ধারিত স্থানে আসা মাত্রই রহিমকে আটক করে ওই ছাত্রীকে উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় ছাত্রীর পিতা মনির হোসেন বাদি হয়ে থানায় অপহরণ এবং ধর্ষন মামলা দায়ের করেন (মামলা নং ১৭) ঐ দিন রাতেই ছাত্রী কে ওসিসি তে পাঠানো হয়। থানার ইন্সপেক্টর তদন্ত মো.জাফর আহম্মেদ বলেন মামলা দায়ের করে ১জুন সকালে আসামিকে কোর্টে পেরণ করা হয়েছে। জানা গেছে, উপজেলার বাইশারী ইউনিয়নের উত্তরকুল গ্রামের মকবুল বেপারীর ছেলে আঃ রহিম এলাকার ছাত্র-ছাত্রীদের প্রাইভেট পড়ান। স্থানীয় উত্তরকুল মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণীর ওই ছাত্রী তার কাছে প্রাইভেট পড়তেন। সেই সুযোগে তাকে প্রেমের ফাঁদে ফেলে ২৯ মে (রবিবার) দুপুরে তাকে নিয়ে পালিয়ে যায় রহিম। রহিমের স্ত্রী ও ৭ বছরের ছেলে সন্তান রয়েছে।