মোঘল সুমন শাফকাত, বানারীপাড়াঃ
বানারীপাড়ায় উপজেলা ছাত্রদলের উদ্যোগে জাতীয়তাবাদী দল (বিএনপি)র প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪০তম শাহাদাৎ বার্ষীকি উপলক্ষে দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। ১ জুন মঙ্গলবার আসর নামাজ শেষে পৌর শহরের ৩নং ওয়ার্ডে আঃ রব মৃধার বাড়ি সংলগ্ন বায়তুল মোকাররম মসজিদে অনুষ্ঠিত দোয়া মোনাজাত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও যুবদলের সভাপতি হাবিবুর রহমান জুয়েল, শ্রমিকদলের সাধারণ সম্পাদক মাসুম সরদার, জেলা ছাত্রদল নেতা রাহাতুল ইসলাম ও রফিকুল ইসলাম, উপজেলা ছাত্রদলের আহবায়ক মোঃ রুবেল, যুগ্ম আহবায়ক রিয়াজ হাওলাদার, শফিকুল ইসলাম ও শাহাদাৎ সরদার, সদস্য সচিব সোহান, সরকারি চাখার ফজলুল হক কলেজ শাখা ছাত্রদলের যুগ্ম আহবায়ক বায়েজিদ আহসান, এবায়দুল ভূঁইয়া, সজিব ও মেহেদী, যুবদল নেতা সাদ্দাম হোসেন, ছাত্রদল নেতা নীরব, নাঈম,সোহেল, রুবেল প্রমূখ।