স্টাফ রিপোর্টারঃ
বরগুনার তালতলী উপজেলা ছাত্রদলের উদ্যোগে জাতীয়তাবাদী দল (বিএনপি)র প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪০তম শাহাদাৎ বার্ষীকি উপলক্ষে দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।
১ জুন মঙ্গলবার আসর নামাজ শেষে তালতলী সালেহিয়া ইসলামিয়া মাদ্রাসায় সদস্য সচিব তালতলী উপজেলা ছাত্রদল মোঃ জহিরুল ইসলাম জহিরের পরিচালনায়, সিনিয়র যুগ্মআহ্বায়ক তালতলী উপজেলা যুবদল মোঃ রিয়াজুল ইসলাম মিয়া এর সভাপতিত্বে দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধান অতিথি মিয়া মোঃ মোস্তাফিজুর রহমান মোস্তাক ভাইস চেয়ারম্যান তালতলী উপজেলা পরিষদ।
আরও উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক নেতা ইসাহাক আকন সবুজ ও আকন আসলাম যুবনেতা হুমায়ুন কবির, মনির হোসেন , শাকিল জমাদ্দার উপজেলা ছাত্রদলের যুগ্মআহ্বায়ক মাসুদ রানা, সরকারি কলেজ শাখা ছাত্রদল আহ্বায়ক রুহুল আমিন হোসেন রোমান, সিনিয়র যুগ্মআহ্বায়ক মোঃ বশির উদ্দিন প্রমুখ।