, , , ,

তালতলী ও আমতলী এনসিটিএফ সদস্যদের প্রশিক্ষন অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টারঃ
তালতলী ও আমতলী উপজেলা এনসিটিএফ সদস্যদের জন্য শিশু অধিকার, জেন্ডার, এ্যাডভোকেসী ও সুরক্ষা মুলক আচরন বিষয়ক প্রশিক্ষন অনুষ্ঠিত হয়েছে। বুধবার তালতলী সদরস্থ কারিতাস ভবনের হল রুমে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন তালতলী উপজেলার সুযোগ্য উপজেলা চেয়ারম্যান মোঃ রেজবী-উল-কবির জোমাদ্দার। অনুষ্ঠানে তালতলী উপজেলা এনসিটিএফের সভাপতি ও ১৪ অক্টোবর-২০২০ এক ঘন্টার উপজেলা চেয়ারম্যানের দায়িত্বে থাকা সাদিয়া জামান আনিকা প্রথম সভাপতি ও আমতলী উপজেলা এনসিটিএফের সভাপতি সুমী আক্তার ২য় সভাপতির দায়িত্ব পালন করেন।

প্লান ইন্টারন্যাশনাল বাংলাদেশের সহযোগীতায় অনুষ্ঠানটি পরিচালনা করেন তালতলী উপজেলা এনসিটিএফের সহ-সভাপতি ও ১৫ অক্টোবর-২০২০ এক ঘন্টার উপজেলা নির্বাহী অফিসারের দায়িত্বে থাকা সাহিদা খান জেসিকা। অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার লুৎফুল কবির মোঃ কামরুল হাসান, তালতলী সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পরিমল চন্দ্র সরকার ও অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন বরগুনা সিবিডিপি’র নির্বাহী পরিচালক, এনসিটিএফের টিম লিডার বরগুনা প্রেসক্লাবের সাবেক সভাপতি সিনিয়র সাংবাদিক মোঃ জাকির হোসেন মিরাজ প্রমুখ।

এ ছাড়াও অনুষ্ঠানে বিপ্লবী জনতা পত্রিকা’র সম্পাদক ও প্রকাশক মুঃ আঃ মোতালিব, অনুষ্ঠানের সমন্বয়ক তালতলী সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক মোঃ জিয়াউল হক রুবেল ও বে-সরকারি সংস্থা কারিতাসের তালতলী শাখা ব্যবস্থাপক মিজানুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন। প্রশিক্ষনে তালতলী ও আমতলী উপজেলার ৩০ জন শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
  • Untitled post 14630
  • Untitled post 14225
  • Untitled post 11155
  • Untitled post 14630
  • Untitled post 14225