আমতলী (বরগুনা) প্রতিনিধিঃ
সরকার ঘোষিত বিধিনিষেধ অমান্য করায় আমতলী উপজেলা প্রশাসন ৭ ব্যাক্তিকে ১ হাজার ৪’শ টাকা জরিমানা করেছেন। লকডাউনের ষষ্ঠদিন মঙ্গলবার উপজেলা সহকারী কমিশনার (ভুমি) নাজমুল ইসলাম এ জরিমানা করেন।
জানাগেছে, প্রাণঘাতী করোনা ভাইরাস থেকে মানুষকে রক্ষায় সরকার গত বৃহস্পতিবার বিধি নিষেধ ঘোষনা করেন। সংক্রামণ রোগ ব্যাধি বিস্তারে মানুষকে ঘরের বাইরে যেতে নিষেধ করা হয়েছে। কিন্তু মানুষ সরকারী নিষেধাজ্ঞা অমান্য করে ঘরের বাইরে বের হয়। সংক্রামণ রোগ ব্যাধি বিস্তার রোধে এসিল্যান্ড নাজমুল ইসলাম লকডাউনের ষষ্ঠদিন মঙ্গলবার উপজেলার বিভিন্ন এলাকায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করে দন্ডবিধির ২৬৯ ধারায় ৭ ব্যাক্তিকে ১ হাজার ৪’শ টাকা জরিমানা করা হয়।
আমতলী উপজেলা সহকারী কমিশনার (ভুমি) নাজমুল ইসলাম বলেন, সংক্রামণ রোগ ব্যাধি বিস্তার ও জন সমাগম করে স্বাস্থ্যবিধি না মানায় দন্ডবিধির ২৬৯ ধারায় ৭ ব্যাক্তিকে ১ হাজার ৪’শ টাকা জরিমানা করা হয়েছে।