মোঃ আল আমিন, স্টাফ রিপোর্টারঃ
তালতলী উপজেলা জাতীয় পার্টির উদ্দ্যোগে বুধবার সাবেক রাষ্ট্রপতি পল্লীবন্ধু হুসেইন মুহাম্মদ এরশাদের ২য় মৃত্যু বার্ষিকী উপলক্ষে স্মরন সভা ও দোয়া মাহফিলের আয়োজন করে।
স্মরন সভায় সভাপতিত্ব করেন তালতলী উপজেলা জাতীয় পার্টির সভাপতি ও তালতলী উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান এইচ এম খলিলুর রহমান। তিনি তার বক্তাব্যে বলেন পল্লী বন্ধু ছিলেন প্রকৃত জনতার বন্ধু। তৎকালিন রাখাইন সম্প্রদায়ের নেতা মংখেলা মাস্টার এর নেতৃত্বে আমতলী কলেজ মাঠের জনসভায় জোরালো দাবীর প্রেক্ষিতে পল্লী বন্ধু হুসাইন মোহাম্মদ এরশাদ ওই জনসভার মঞ্চে বসেই এ অঞ্চলের দুঃখ দুর্দশার কথা চিন্তা করে তালতলী থানা কার্যক্রম , বিদ্যুৎ, তালতলী থেকে ঢাকা মহাসড়ক নির্মান সহ নানা বিধ সুবিধার জন্য জরুরী প্রোগ্যাপনের মাধ্যমে আদেশ করেন। এই দাবির কারনে মংখেলা মাস্টার কে আমতলীতে কতিপয় উগ্রবাদীদের দ্বারা লাঞ্চিত হতে হয়। আর এরই বিনিময়ে তালতলী আজ পুর্নাঙ্গ উপজেলায় পরিনত।
ইতিহাস ঐতিহ্য ভুলে গেলে চলবেনা। তিনি উপস্থিত সকলের কাছে পল্লী বন্ধুর রুহের মাগফিরাত কামনা করেন।
সভায় আরো বক্তব্য রাখেন
জাতীয় যুব সংহতি তালতলী উপজেলা শাখার সভাপতি উঁচান মং, সাধারণ
সম্পাদক এম এ জলিল,
তালতলী উপজেলা জাতীয় ছাত্র সমাজের সভাপতি ও বরিশাল মহানগর শাখার যুগ্ম আহবায়ক এম.আল আমিন,
তালতলী উপজেলা জাতীয় ছাত্র সমাজের সাধারণ সম্পাদক এইচ এম নাঈম, সাংগঠনিক সম্পাদক মোঃ আতিকুর রহমান মিজান সহ সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
উক্ত সভায় পল্লীবন্ধু হুসেইন মুহাম্মদ এরশাদের রুহের মাগফিরাত কামনা করে
দোয়া ও মিলাদ পরিচালনা করেন জাতীয় পার্টির সম্মানিত সদস্য সাবেক ছাত্র নেতা মাওলানা মোঃ মহিবুল্লাহ ( কাজী)।