সাদ্দাম উদ্দীন রাজ,নরসিংদী জেলা প্রতিনিধিঃ
নরসিংদীর রায়পুরা উপজেলার মির্জাপুর ইউনিয়নে ৫০০ জন ব্যক্তির মাঝে নগদ ৫০০ টাকা করে বিতরণ করা হয়েছে।
শুক্রবার ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান মো. আসাদুল্লাহ ভুইঁয়া এ অর্থ বিতরণ করেন।এসময় উপস্থিত ছিলেন ট্যাগ অফিসার সহকারী প্রকৌশলী ইমদাদুল হক অপূর্ব, ইউপি সদস্য মো. বকুল মেম্বার, সম্পা আক্তার, মো. উজ্জ্বল মিয়া, মে. ফরিদ উদ্দিন, আওয়ামীলীগ নেতা বাবুল প্রমূখ।
মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অর্থায়নে জি.আর ক্যাশের আওতায় এ অর্থ বিতরণ করা হয়। অসচ্ছল মানুষগুলো নগদ টাকা পেয়ে প্রধানমন্ত্রী ও চেয়ারম্যানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।