মোঘল সুমন শাফকাত, বানারীপাড়া প্রতিনিধিঃ
বরিশালে করোনায় অসহায় থাকা বিউটিশিয়ানদের মাঝে খাদ্য সহায়তার উপহার সামগ্রী বিতরন করা হয়েছে। রবিবার ১৮ জুলাই সকালে বন্ধুর পাশে শ্লোগান নিয়ে বিউটি সার্ভিস ঔনার্স এ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ (বিএসওএবি) এর চেয়ারম্যান কানিজ আলমাসের পক্ষ থেকে স্বপ্নছোয়া বিউটি পার্লারের স্বত্ত্বাধীকারী মাহমুদা ইসলাম এ উপহার সামগ্রী বিতরন করেন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিউটিশিয়ান জনি, কাকলি, নুপুর আক্তার, রুপা ও মুকূল প্রমূখ। উল্লেখ্য বরিশাল জেলার ৩০ জন বিউটিশিয়ানদের মাঝে এ উপহার সামগ্রী বিতরন কার হয়েছে।
Facebook Comments Box