মোঃ মিজানুর রহমান (ডোফুরা), দিনাজপুরঃ
৫০ শয্যা বিশিষ্ট বিরল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কোভিড আইসোলেশন ওয়ার্ডের সেন্ট্রাল অক্সিজেন লাইন এর শুভ উদ্বোধন করেন নৌপরিবহন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী খালিদ মাহ্মুদ চৌধুরী এমপি। উদ্বোধন পরবর্তী এক মতবিনিময় সভায় তিনি প্রধান অতিথির বক্তব্য রাখেন এবং বক্তব্য শেষে হাসপাতালের করোনা ওয়ার্ডে ভর্তিকৃত রোগীদের সার্বিক খোঁজ-খবর নেন তিনি।
১৮ জুলাই, ২০২১ রোববার সকাল ১০টায় বিরল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সকল কর্মকর্তা ও কর্মচারীবৃন্দের আয়োজনে বিরল উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ মোহাম্মদ আব্দুল মোকাদ্দেস এর সভাপতিত্বে মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর জেলার সুযোগ্য সিভিল সার্জন ডা. মো. আব্দুল কুদ্দুছ, উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদা সুলতানা, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সুজন সরকার, বিরল সহকারী কমিশনার (ভূমি) জাবের মোঃ সোয়াইব, পৌর মেয়র ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব সবুজার সিদ্দিক সাগর, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বাবু রমাকান্ত রায়।
এছাড়াও আরো উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি আলহাজ্ব আকতার হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক মোশারফ হোসেন মোশারফ, বিরল উপজেলা যুবলীগের সভাপতি মোঃ আব্দুল মালেক, সরকারি ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সহকারী সার্জনবৃন্দ এবং স্থানীয় আওয়ামীলীগের গণ্যমান্য নেতৃবৃন্দ।