সাদ্দাম উদ্দীন রাজ,নরসিংদী জেলা প্রতিনিধিঃ
নরসিংদীর রায়পুরা উপজেলা মির্জাপুর ইউনিয়ন পীরপুর পূর্বপাড়া বায়তুল নূর জামে মসজিদ পরিচলনা কমিটির উদ্যোগে ২য় বার্ষিকী কোরআন প্রতিযোগিতার অনুষ্টান হয়ছে।
আজ ২২শে জুলাই,রোজ বৃহস্হতিবার জনাবঃমো এ.কে.এম. মর্তুজ আলী(ইঞ্জিনিয়ার,হযরত শাহ্জাল্লাল আন্তর্জাতিক বিমান বন্দর) সভিপতিত্বে সভায় প্রধান অতিথিঃ জনাবঃমো আসাদুল্লাহ ভূইঁয়া চেয়ারম্যান মির্জাপুর ইউ,পি।
বিশেষ অতিথিঃ হযরত মাওলানা মঞ্জুর আহমেদ সাহেব প্রভাষক, বেলাব ডিগ্রী মাদ্রাসা ও হযরত মাও,মহিউদ্দীন সাহেব, প্রিন্সিপাল পিরিজকান্দি লক্ষীপুর হাসেম খান দাখিল মাদ্রাসা, হযরত মাও,হাফেজ আনিসুর রহমান সাবেহ প্রিন্সিপাল বড়চর দারুল হুদা জামিয়া ইসলামিয়া মাদ্রাসা।
উদ্বেধকঃ জনাবঃমো রইছ মিয়া মেম্বর, ০৯নং ওয়ার্ড মির্জাপুর ইউ,পি।
অন্যন্যাদের মাঝে উপস্হিত ছিলেনঃ বীরমুক্তিযোন্ধা জনাবঃমো মমতাজ উদ্দীন,নরসিংদীর জেলা বিশেষ কমান্ড রায়পুরা,,গ্রামীন ব্যাংক নরসিংদীর যোশর শাখার সিনিয়র অফিসার,জনাব মোঃআতাউর রহমান লিটন,,বিশেষ সমাজসেবক হেলিম মিয়া। হাফেজ ক্বারী মোঃ মাহ্দুল হাসান কামাল পেশা ইমাম,পীরপুর পূর্বপাড়া বায়তুল নূর জামে মসজিদ।মসজিদের সব কমিটিবৃন্ধউপস্হিত ছিলো প্রমুখ।