মোঘল সুমন শাফকাত, বানারীপাড়া প্রতিনিধিঃ
বরিশালের বানারীপাড়ায় কঠোর লক ডাউনের ৫ম দিনে ভেঙে পড়েছে কঠোর অবস্থান সব জায়গাতেই স্বাস্থ্যবিধি অমান্য করা হচ্ছে। অপরদিকে করোনাভাইরাসজনিত রোগ (কোভিট-১৯) এর বিস্তার রোধকল্পে সার্বিক কার্যাবলী/চলাচল বিধি-নিষেধ আরোপ সংক্রান্ত মন্ত্রিপরিষদ বিভাগ এর নির্দেশনা বাস্তবায়নে উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট রিপন কুমার সাহা ২৪ ও ২৫ জুলাই বানারীপাড়া বাজার ও পৌরসভার বিভিন্ন এলাকায় সরকারি নির্দেশ অমান্য করে কাঁচাবাজার ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যাদির দোকান ব্যতীত অন্যান্য দোকান খোলা রাখা, মাস্ক পরিধান না করা, দোকানে মূল্য তালিকা প্রদর্শন না করা ও যন্ত্রচালিত যানবাহন চালানোর অপরাধে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করেন। অভিযানে বানারীপাড়া থানার পুলিশ সদস্যরা উপস্থিত থেকে সার্বিক সহযোগীতা প্রদান করে। এ সময় মন্ত্রিপরিষদ বিভাগ এর নির্দেশনা অমান্যের দায়ে মোট ২৫ টি মামলায় মোট ১৩৮০০ টাকা জরিমানা আদায় করা হয়। এদিকে ফেরীঘাটে নদী পারাপারে ট্রলারে জনসাধারন স্বাস্থ্যবিধি না মেনে চলাচল করতে দেখা গেছে। এসময় খেয়াঘাট কর্তৃপক্ষ যাত্রীদের কাছ থেকে নদী পারাপারে অতিরিক্ত ভাড়া আদায় করছে এমন অভিযোগ পাওয়া গেছে। এ সব অভিযোগের প্রেক্ষিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা ফেরীঘাটে গেলে যাত্রীদের থেকে কর্তৃপক্ষ পূর্বের ভাড়া রাখলেও যখনি নির্বাহী কর্মকর্তা চলে যায় আবার ঘাট কর্তৃপক্ষ অতিরিক্ত ভাড়া আদায় করে বলেও অভিযোগ পাওয়া যায়। অপরদিকে কঠোর লক ডাউনের ৫ম দিনে উপজেলা ঘুরে দেখা যায় কঠোর বিধি নিষেধের অবস্থান সম্পূর্ন ভেঙে পরেছে। বন্দর বাজারের প্রায় সব দোকান গুলো খোলা অবস্থায় রয়েছে। স্বাস্থ্যবিধি উপেক্ষা করে চলছে বিকিকিনি। এছাড়া রাস্তায় ছোট যানবাহনের দৌরাত্য বেড়েছে পূর্বের মত।