শনিবার, ০৪ মে ২০২৪, ০৭:৪১ পূর্বাহ্ন

বানারীপাড়ায় পুলিশের সহযোগীতায় আনন্দ অশ্রু অসহায় স্বজনের চোখেঁ

অনলাইন ডেস্ক / ৩৩৯ শেয়ার
প্রকাশিত : শুক্রবার, ৩০ জুলাই, ২০২১

মোঘল সুমন শাফকাত, বানারীপাড়া॥
চারিদিকে নিকষ কালো অন্ধকার চারপাশ জনশূন্য গুড়িগুড়ি বৃষ্টি হালকা বাতাস। এরমধ্যেই বরিশালের বানারীপাড়া উপজেলাকে ভাগ করে বয়েচলা ভয়াল সন্ধ্যা নদীর পশ্চিম জনপদ বাইশারী ইউনিয়ন থেকে বৃৃহস্পতিবার (২৯ জুলাই) রাত পৌনে ১২ টার সময় একজন মুমূর্শ রোগীকে নিয়ে পশ্চিম প্রান্ত (ফেরীঘাটে) হাজির হন স্বজনরা। ওই মুমুর্শ রোগী ফজিলাতুন্নেছা (৭০)কে নিয়ে বিপাকে পরেন সাথে থাকা স্বজনরা। এ সময় হাসপাতালে যেতে কোনও বাহন খুজে পাওয়া যাচ্ছিলনা। একেইতো লকডাউন তার সাথে গভীর রাত শেষ পর্যন্ত কোন বাহনই পেলেন না তারা। তাই হতাশ হয়ে ফেরীঘাটে রোগীকে বুকে ধরে একজন স্বজন বসেছিলেন। এমন খবর পায় বানারীপাড়া থানার ইন্সেপেক্টর (তদন্ত) মো. জাফর আহমেদ। সাথে সাথে থানার পিকআপ গাড়ি নিয়ে হাজির হন ফেরীঘাটে থাকা রোগীর সামনে। গাড়ি থামিয়েই রোগীকে নিজেদের সিটে বসাতে বললেন তিনি। তখন রোগীর সাথে থাকা স্বজনদের আঁখি আনন্দ অশ্রুতে ভরে ওঠে। এ বিষয়ে থানার ইন্সেপেক্টর তদন্ত মো. জাফর আহমেদ বলেন, পুলিশ জনগনের সেবক। যখন খবর পেলাম তখনই ছুটে এসে তাদেরকে হাসপাতালে নিয়ে চিকিৎসা সেবার ব্যবস্থা করি। আমরা (পুলিশ) যেটা করেছি এটা আমাদের ডিউটিরই একটা অংশ। তবে সচেতন মহল মনে করছেন, ফেরীঘাটে একটি গাড়ি সব সময় থাকা প্রয়োজন।

 

Facebook Comments Box


এ সম্পর্কিত আরো সংবাদ
Developed by: Agragamihost.Com