স্টাফ রিপোর্টারঃ
বরগুনার তালতলীতে নিজেদের রাখা ঘাস খাওয়াতে না দেয়ায় নাসির মুন্সিকে পিটিয়ে ও কুপিয়ে মারাত্মক যখম করেছে প্রতিবেশী সাহেবআলী খান গংরা। শুক্রবার সকালে উপজেলার কড়ইবাড়ীয়া গ্রামে এ ঘটনা ঘটে। <br>
জানা গেছে, উপজেলার কড়ইবাড়ীয়া গ্রামের নাসির মুন্সি তার মহিষ ও গরুকে খাওয়ানোর জন্য নিজ রেকর্ডীও জমিকে ঘাস রাখেন। ওই ঘাস জোরপূর্বক পার্শ্ববর্তী সাহেবআলী খান তার গরু দিয়ে খাওয়াতে শুরু করে। এতে নাসির মুন্সি বাঁধা দিলে সাহেব আলী খান ও তার স্ত্রী শাহনাজ বেগম, কামাল মৃধা ও তার স্ত্রী ছালমা বেগমসহ ৬-৭জনে মিলে নাসির মুন্সিকে পিটিয়ে ও কুপিয়ে মারাত্মক যখম করে। তার ডাক চিৎকারে আসপাশের লোকজন এসে তাকে উদ্ধার করে বরগুনা জেনারেল হাসপাতালে ভর্তি করেন।
তালতলী থানার ওসি কামরুজ্জামান মিয়া বলেন, অভিযোগ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত পূর্বক মামলা নেয়া হবে।