, , , ,

সাদিপুর গ্রামের সোহাগ হোসেন ১০ হাজার ৯ শত পিস ইয়াবা ট্যাবলেট সহ ফরিদপুর র‌্যাবের হাতেআটক

মোঃ নজরুল ইসলাম বিশেষ প্রতিনিধি:
র‌্যাব সদস্যরা ঢাকা-খুলনা মহাসড়কের ফরিদপুর রাজবাড়ীর গোয়ালন্দ এলাকায় পাজেরো জীপ ১০ হাজার ৯ শত পিস ইয়াবা ট্যাবলেট সহ ২ জনকে আটক করেছে।বুধবার তাদের আটক করা হয়।

আটকরা হলো,যশোর জেলার বেনাপোল পোর্ট থানার সাদিপুর গ্রামের আকরাম আলীর ছেলে মোঃ সোহাগ হোসেন (৩০ এবং যশোর সদরের পিয়ারী মহন রোডের মৃত এমএস আলম খানের ছেলে শাহারিয়ার আলম খান (৪৪)।

জানাগেছে, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৮ ফরিদপুর ক্যাম্পের সদস্যরা ঢাকা-খুলনা মহাসড়কের রাজবাড়ীর গোয়ালন্দের বাইপাস সড়ক মোড় এলাকায় অভিযান চালিয়ে ১০ হাজার ৯ শত পিস ইয়াবা ট্যাবলেটসহ সোহাগ হোসেন ও শাহারিয়ার আলম খানকে আটক করে।
আটকের সময় তাদের কাছ থেকে ইয়াবা ছাড়াও মাদক দ্রব্য ক্রয়-বিক্রয় কাজে ব্যবহৃত ৬টি সিম কার্ড, ৪ টি মোবাইল ফোন, ৯ হাজার ৩ শত টাকা ও ১টি পাজেরো জীপ জব্দ করে।

পরবর্তীতে আসামীদের স্বীকারোক্তি থেকে জানা যায় তারা পেশাদার মাদক ব্যবসায়ী।তারা পরস্পর যোগসাজশে বিভিন্ন সময়ে মাদক দ্রব্য ইয়াবা ট্যাবলেট পরিবহনের জন্য এ মহাসড়ক ব্যবহার করে আসছে। এ ঘটনায় গোয়ালন্দ ঘাট থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
এদিকে সাদিপুর গ্রামে খোঁজ খবর নিয়ে জানা গেছে সোহাগ হোসেন একজন কুখ্যাত মাদক ব্যবসায়ী তাকে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করা হলে বেড়িয়ে আসবে আরো গডফাডারদের নাম।

Facebook Comments Box
  • Untitled post 14630
  • Untitled post 14225
  • Untitled post 11155
  • Untitled post 14630
  • Untitled post 14225