মোঃ মিজানুর রহমান (ডোফুরা), দিনাজপুর :
সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালী স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬ তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে দিনাজপুর সদর উপজেলার ২নং সুন্দরবন ইউপি’র উদ্যোগে নানান কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয়েছে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি, দোয়া ও মিলাদ মাহফিল।
১৫ আগস্ট, ২০২১ রোববার দুপুর ১২টায় সদর উপজেলার ২নং সুন্দরবন ইউপি কার্যালয়ে আয়োজিত দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠানে ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মানবেন্দ্র রায় এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন ২নং সুন্দরবন ইউপি চেয়ারম্যান বাবু অশোক কুমার রায়।
২নং সুন্দরবন ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক খলিলুর রহমান খলিল এর প্রানবন্ত সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ফুলবন ফাজিল ডিগ্রী মাদ্রাসার সভাপতি সাংবাদিক দবিরুল ইসলাম ও অধ্যক্ষ মাওলানা আব্দুল গফুর প্রমূখ।
আলোচনা শেষে সকল শহীদদের রুহের মাগফেরাত কামনা করে মোনাজাত করা হয়। দোয়া ও মিলাদ মাহফিল পরিচালনা করেন ফুলবন ফাজিল ডিগ্রী মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আব্দুল গফুর।
এর আগে সকালে ইউনিয়ন পরিষদ চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন ইউপি চেয়ারম্যান বাবু অশোক কুমার রায় এর নেতৃত্বে ইউপি’র সকল সদস্য-সদস্যাবৃন্দ, ইউনিয়ন আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি মানবেন্দ্র রায় ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক খলিলুর রহমান খলিলের নেতৃত্বে সকল সদস্যবৃন্দ, ইউনিয়ন কৃষকলীগের সংগ্রামী সভাপতি মোঃ আজগার আলীর নেতৃত্বে সকল সদস্যবৃন্দ , ইউনিয়নের সকল বীর মুক্তিযোদ্ধাবৃন্দ এবং সহযোগী মুক্তিযোদ্ধা সংগঠনের সকল সদস্যবৃন্দ, ইউনিয়ন আওয়ামীলীগের সহযোগী অঙ্গ সংগঠনের সকল নেতৃবৃন্দ এবং সকল স্তরের শ্রেণি পেশার জনগণ পুষ্পস্তবক অর্পণ করেন।
এছাড়াও অনুষ্ঠানে আব্দুর রহমান, নুর ইসলাম ও সুলতান সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
মিলাদ মাহফিল শেষে দুঃস্থ ও অসহায়দের মাঝে স্বাস্থ্যবিধি মেনে মানসম্মত খাদ্য বিতরণ করা হয়।