মোঘল সুমন শাফকাত, বানারীপাড়াঃ
বানারীপাড়ায় সরকারীমডেল ইউনিয়ন ইনস্টিটিউশন (পাইলট) বিদ্যালয়ের ৪-তলা একাডেমিক ভবন এর ভিত্তি প্রস্তর স্থাপন করেছেন উন্নয়ন এর রুপকার কাজ প্রেমী মোঃ শাহে আলম এমপি। ২৬ আগষ্ট বিকেলে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় সংসদীয় স্থায়ী কমিটির সদস্য মো. শাহে আলম এমপি এ ভিত্তি প্রস্তর স্থাপনের মাধ্যমে আনুষ্ঠানিক ভাবে ভবন নির্মাণ কাজের সূচনা করছেন। এসময় উপস্থিত ছিলেন বানারীপাড়া উপজেলা আওয়ামী লীগের কার্য নির্বাহী কমিটির সদস্য ডা. সেলিম, পৌর আওয়ামী লীগের সভাপতি সুব্রত লাল কুন্ডু, উপজেলা ভাইস চেয়ারম্যান নুরুল হুদা প্রমূখ। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা রিপন কুমার সাহার সভাপতিত্বে একটি সভা অনুষ্ঠিত হয়। প্রেক্লাবের সহ-সভাপতি ক্রিড়া শিক্ষক কেএম শফিকুল আলম জুয়েলের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন স্কুলের প্রধান শিক্ষক কৃষ্ণ কান্ত হাওলাদার।