, , , ,

তালতলীতে হরিণের চামড়া উদ্ধার

স্টাফ রিপোর্টারঃ

বরগুনার তালতলীতে অবৈধ ভাবে সদ্য শিকার করা তিনটি হরিণের চামড়া উদ্ধার করেছে কোস্টগার্ড সদস্যরা। সোমবার (৩০ আগস্ট) বেলা সাড়ে ১১টায় উপজেলার জয়ালভাংগা ল ঘাট থেকে এমবি পাথারঘাটা নামের একটি ছোট্ট লে অভিযান চালিয়ে তাজা তিনটি হরিণের চামড়া উদ্ধার করে।

কোস্টগার্ড সূত্রে জানা গেছে, চোরা শিকারীরা অবৈধভাবে সদ্য শিকার করা তিনটি হরিণের চামড়া পাচারের উদ্দেশ্যে পাথরঘাটা থেকে ল যোগে তালতলী নিয়ে যাচ্ছিল। উপজেলার নিদ্রা-ছকিনা ও পাথরঘাটা জোনের কোস্টগার্ড সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পেরে তারা তালতলীর জয়ালভাংগা ল ঘাটে ল টি ঘাট দেয়ার আগেই উপস্থিত হন। এমবি পাথারঘাটা নামের ল টি ঘাটে আসার সাথে সাথে অভিযান চালিয়ে পরিত্যক্ত একটি স্কুল ব্যাগের ভিতরে রাখা তাজা তিনটি হরিণের চামড়া উদ্ধার করে।

এ বিষয় পাথরঘাটা কোস্টগার্ডের স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট মোঃ ফাহিম জানান, পাথরঘাটা থেকে ল যোগে তালতলীর উদ্দেশ্যে হরিণের চামড়া ও মাংস পাচার হচ্ছে। এমন সংবাদের ভিত্তিতে কন্টিনজেন্ট কমান্ডার সাজু পিও এর নেতৃত্বে কোস্ট গার্ডে দুটি টিম তালতলী উপজেলার জয়ালভাঙ্গা নামক এলাকায়র লে অভিযান চালিয়ে পরিত্যক্ত একটি স্কুল ব্যাগে রাখা তিনটি হরিণের চামড়া উদ্ধার করা হয়। এ ঘটনায় কাউকে গ্রেপ্তার করা হয়নি এবং উদ্ধার হওয়া চামড়া তালতলী বনবিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে।

 

 

 

Facebook Comments Box
  • Untitled post 14630
  • Untitled post 14225
  • Untitled post 11155
  • Untitled post 14630
  • Untitled post 14225