বিশেষ প্রতিবেদক, বরগুনা :
বরগুনার আমতলীতে চাদার টাকাসহ একজনকে আটক করেছে র্যাব। আটককৃত যুবকের নাম নাঈম ইসলাম (২৪)। চাদার ২০ হাজার টাকা ও একটি ছুরিসহ তাকে আটক করা হয়েছে।
আমতলীর খেকুয়ানিতে বদিউল আলমের একটি ইটের ভাটা রয়েছে। আমতলী মহিলা কলেজ রোডের মনিরুল ইসলামের ছেলে নাঈম ইসলাম ভাটা মালিক বদিউল আলমের কাছে ৫০ হাজার টাকা চাদা দাবী করে। বদিউল আলম র্যাব কর্মকর্তাদের জানিয়ে সোমবার সন্ধ্যার পরে নাঈম ইসলামকে চাদার টাকা নিতে আসতে বলে। সোমবার রাত আটটার দিকে ইউএনও অফিসের গেটে টাকা নিতে আসলে নাঈম ইসলামকে র্যাব সদস্যরা আটক করে।
র্যাব-৮ পটুয়াখালীর কোম্পানী অধিনায়ক লে. কমান্ডার শহিদুল ইসলাম জানিয়েছেন, নাঈম ইসলামকে ছুরিসহ আমতলী থানায় সোপর্দ করা হয়েছে।
আমতলী থানার ওসি শাহআলম হাওলাদার জানিয়েছেন, বদিউল আলম বাদী হয়ে নাঈমের বিরুদ্ধে চাদাবাজি মামলা দায়ের করেছেন।
Facebook Comments Box