, , , ,

ঝিকরগাছায ৪ কেজি গাঁজাসহ শার্শার সাবেক মেম্বরকে র‍্যাব আটক করেছে

মোঃ নজরুল ইসলাম বিশেষ প্রতিনিধিঃ

ঝিকরগাছায় চার কেজি গাঁজাসহ শার্শা উপজেলার পান্তাপাড়া ৫ নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য কুতুব উদ্দিন সরকার (৪৮) কে আটক করেছে র‌্যাব-৬ এর সদস্যরা।

সোমবার রাত ৮ দিকে ঝিকরগাছা উপজেলার ফতেপুর এলাকায় অভিযান চালিয়ে র‌্যাব-৬ এর সদস্যরা তাকে আটক করেন।

আটক কুতুবউদ্দিন শার্শা ইউনিয়নের ৫নং ওয়ার্ড পান্তাপাড়া এলাকার সাবেক ইউপি সদস্য ও মৃত আব্দুস সাত্তারের ছেলে।

যশোর র‌্যাব-৬, সিপিসি-৩ ক্যাম্পের কোম্পানি কমান্ডার আল আসাদ মাহফুজুল ইসলাম বলেন, আটক কুতুবউদ্দিন একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী। সে শার্শা উপজেলার পান্তাপাড়া এলাকার ৫ নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য।

গোপন সংবাদের মাধ্যমে জানতে পারি কুতুবউদ্দিন বিপুল পরিমাণের গাঁজা নিয়ে ঝিকরগাছার ফতেপুর এলাকায় অবস্থান করছেন।এ সময় র‌্যাব-৬ এর স্কোয়াড কমান্ডার লেঃ এম সারোয়ার হুসাইন (এক্স), বিএন এর নেতৃত্বে সেখানে অভিযান চালিয়ে ৪ কেজি গাঁজাসহ তাকে আটক করা হয়।

তার বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে আদালতে হস্তান্তর করা হয়েছে বলে তিনি জানান।

Facebook Comments Box
  • Untitled post 14630
  • Untitled post 14225
  • Untitled post 11155
  • Untitled post 14630
  • Untitled post 14225