, , , ,

বরগুনায় এ্যাম্বুলেন্সে ইয়াবা বহন” আটক চার

বিশেষ প্রতিবেদক, বরগুনাঃ

বরগুনায় এ্যাম্বুলেন্সে করে ইয়াবা নিয়ে যাওয়ার সময় চার জনকে আটক করেছে বরগুনা জেলা পুলিশ। এসময় ৮০ পিস ইয়াবা জব্দ করা হয়।

বরগুনার পুলিশ সুপার মুহাম্মদ জাহাঙ্গীর মল্লিক জানিয়েছেন, সোমবার (৬ সেপ্টেম্বর) রাত পৌনে ৯ টার দিকে বরগুনার ২ নং গৌরিচন্না ইউনিয়নের নতুন বাস স্ট্যান্ড এলাকায় অভিযান চালায় পুলিশ। এসময় ৮০ পিস ইয়াবাসহ চারজনকে আটক করা হয়। এরা বাংলাদেশ প্রবীণ হিতৈষী সংঘের একটি এ্যাম্বুলেন্সে করে ইয়াবা বহন করছিলো। এ্যাম্বুলেন্সটিও (ঢাকা মেট্রো-ছ ৭১০১৬৬) জব্দ করা হয়।

আটক হওয়া চারজন হচ্ছে, ২নং গৌরীচন্না ইউনিয়নের পুরাতন বাসষ্ট্যান্ড এলাকার সেরাজুল হকের ছেলে শহিদুল ইসলাম শুভ (২৬), একই এলাকার বাচ্চু খানের ছেলে আবদুল্লাহ খান (৪০), বরিশালের শেরে বাংলা রোড এলাকার হানিফ কাজীর ছেলে কাজী জুয়েল (৩৫) এবং বরিশালের ওয়াপদা কলোনী এলাকার চিত্তরঞ্জন সরকারের ছেলে দিপক সরকার (২৫)।

বরগুনার এডিশনাল এসপি সদর সার্কেল মেহেদী হাসান বেতাগী থেকে বরগুনা আসার পথে প্রবীন হিতৈষী সংঘ জরা বিজ্ঞান প্রতিষ্ঠানের একটা এ্যাম্বুলেন্স দেখতে পায়। পেছনে পুলিশের গাড়ী দেখে এ্যাম্বুলেন্সটি দ্রুত লাকুরতলার নতুন বাসস্ট্যান্ডে ডুকে গেলে পুলিশের সন্দেহ হয়। পরে এ্যাম্বুলেন্সটি তল্লাশী করে ৮০ পিস ইয়াবা পাওয়া যায়। আটককৃত চারজনকে আরও জিজ্ঞাসাবাদ করা হবে। এরপর পরবর্তী আইনি ব্যবস্থা নেয়া হবে।

Facebook Comments Box
  • Untitled post 14630
  • Untitled post 14225
  • Untitled post 11155
  • Untitled post 14630
  • Untitled post 14225