বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২:৪৮ অপরাহ্ন

বরগুনার আমতলীতে সাইকেল পেয়েছেন ৬৪ জন গ্রাম পুলিশ

অনলাইন ডেস্ক / ২৩৭ শেয়ার
প্রকাশিত : শুক্রবার, ২৪ সেপ্টেম্বর, ২০২১

বিশেষ প্রতিবেদক, বরগুনা:
বরগুনার আমতলীতে বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদ চত্ত্বরে গ্রাম পুলিশ ও দফাদারদের মধ্যে সরকারীভাবে ৬৪টি সাইকেল, জুতা ও পোশাক বিতরন করা হয়েছে।
আনুষ্টানিকভাবে সাইকেল বিতরনের উদ্বোধন করেন আমতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) মো. কাওছার হোসেন। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শাহআলম হাওলাদার, মৎস্য কর্মকর্তা হালিমা সর্দার, কৃষি কর্মকর্তা সিএম রেজাউল করিম, আমতলী উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. মজিবুর রহমান, নারী ভাইস চেয়ারম্যান তামান্না অফরোজ মনি, ইউপি চেয়ারম্যান মোতাহার উদ্দিন মৃধা, আখতারুজ্জামান বাদল খান, বোরহান উদ্দিন আহম্মেদ মাসুম, এ্যাডভোকেট মনিরুল ইসলাম, রফিকুল ইসলাম রিপন প্রমুখ। আমতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা (চলতি দায়িত্ব) মো. কাওছার হোসেন বলেন, গ্রাম পুলিশদের সরকারী দায়িত্ব সঠিকভাবে পালন, সরকারী চিঠিপত্র বিলি ও উপজেলা এবং থানায় আসা যাওয়ার জন্য প্রত্যেক গ্রাম পুলিশদের ১টি করে সাইকেল, জামা এবং জুতা বিতরন করা হয়।
Facebook Comments Box


এ সম্পর্কিত আরো সংবাদ
Developed by: Agragamihost.Com