, , , ,

বানারীপাড়ার সাংবাদিক এস মিজানুল ইসলাম পেল স্মৃতি পদক

বানারীপাড়া প্রতিনিধিঃ
বরিশালের বানারীপাড়ার সিনিয়র সাংবাদিক এস মিজানুল ইসলাম “কবি কাজী নজরুল ইসলাম স্মৃতি পদক-২০২১” পেয়েছেন। জাতীয় কবির ৪৫ তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে “সাউথ এশিয়া সোস্যাল এডুকেশন ফাউন্ডেশনের উদ্যোগে ঢাকার সেগুনবাগিচায় কেন্দ্রীয় কচি-কাঁচা আসর মিলনায়তনে শুক্রবার ২৪ সেপ্টেম্বর সন্ধ্য ৭ টায় ওই পদক প্রদান করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের মহাসচিব আর কে রিপন। প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সরকারের শ্রম এবং আপীল ট্রাইবুনালের চেয়ারম্যান বিচারপতি মোঃ ফারুক (এম ফারুক)। বিশেষ অতিথি ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের চিত্র ও চারুকলা বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. হিরা সোবাহান, রংপুর সিটি করপোরেশনের প্রতিনিধি কাউন্সিলর মোঃ মোন্তাসির শামীম, ঢাকা একতা শিল্পী গোষ্ঠীর পরিচালক ও শিল্পী শাহাদাৎ হোসেন, কাজী নজরুল ইসলাম মডেল স্কুল এন্ড কলেজের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মোঃ জাহিদ রায়হান প্রমূখ। অনুষ্ঠানে দেশের বিভিন্ন পেশায় অবদান রাখায় ৩০ জন গুণীকে ক্রেস্ট এবং সার্টিফিকেট বিতরণ করা হয়। পুরস্কার বিতরণের পূর্বে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবিতা ও তাঁর কর্মজীবন সম্পর্কে বিভিন্নজন আলোচনা করেন। অনুষ্ঠান শেষে কবির সৃস্টি কবিতা ও মনোজ্ঞ সঙ্গীত পরিবেশন করা হয়।

 

Facebook Comments Box
  • Untitled post 14630
  • Untitled post 14225
  • Untitled post 11155
  • Untitled post 14630
  • Untitled post 14225