, , , ,

বেনাপোল বন্দরে মিথ্যা ঘোষণার এক কোটি ২০ লাখ টাকার কেমিক্যাল আটক

মোঃ নজরুল ইসলাম বিশেষ প্রতিনিধিঃ

বেনাপোল বন্দরে মিথ্যা ঘোষনায় আমদানিকৃত এক কোটি ২০ লাখ টাকা মুল্যের ৩১৪ ড্রাম কেমিক্যাল পণ্যের একটি চালান আটক করেছেন কাস্টমস সদস্যরা।

শনিবার দুপুরে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা এনএসআইয়ের তথ্যের ভিত্তিতে বেনাপোল কাস্টমস কর্তৃপক্ষ এ পণ্য চালানটি আটক করেন।

গোয়েন্দা সংস্থা বেনাপোল এনএসআই অফিস সুত্রে জানা যায়, গত ২২ আগস্ট আমদানি কারক এশিয়ান পেইন্ট বাংলাদেশ লিমিটেড ভারতীয় তিনটি ট্রাকে ৩১৪ ড্রামে ৪৮ হাজার কেজি কেমিক্যাল আমদানি করে। যার আনুমানিক মূল্য এক কোটি ২০ লাখ টাকা। মালামালগুলো তারিক এন্টারপ্রাইজ নামে সিএন্ডএফ এজেন্ট বন্দরের ৯ নাম্বার পণ্যগারে খালাস করে। পণ্য চালানটির বিষয়ে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা বেনাপোল শাখার কর্মকর্তাদের কাছে খবর আসে ঘোষণাপত্র বহির্ভূত অধিক ওজন ও শুল্ক ফাঁকির গোঁপন তথ্য। পরে এনএসআই সদস্যরা মালামালগুলোর ওপর নজরদারি শুরু করে। ২৬ শে সেপ্টেম্বর সকালে কেমিক্যালগুলো কাস্টম হাউসের পরীক্ষণ ছাড়াই বাংলাদেশি তিনটি ট্রাকে লোড দিয়ে খালাস নেওয়ার চেষ্টা করলে কাস্টমস কমিশনারকে অবহিত করে এনএসআই। পরে কাস্টমস সদস্যরা কেমিক্যালের চালান জব্দ করে এবং কেমিক্যাল পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করতে পণ্য বেনাপোল কাস্টম হাউসে নিয়ে যায়।
পরবর্তীতে জানা যায়, প্রায় এক মেট্রিক টন কেমিক্যাল ঘোষণার অতিরিক্ত রয়েছে। এবং ঘোষণা দেওয়া দেড় মেট্রিক টন কেমিক্যালের কোনও হদিস নাই। পরে আইনগত ব্যবস্থা গ্রহনে চালানটি আটক করা হয়।

বেনাপোল চেকপোস্ট কাস্টমস হাউসের উপ কমিশনার অনুপম চাকমা বলেন, কেমিক্যাল পণ্যের চালান কাস্টমস হেফাজতে রয়েছে। তদন্তপূর্বক অভিযুক্তদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

উল্লেখ্য, এর আগে গত ১৯ সেপ্টম্বর এনএসআয়ের তথ্যের ভিত্তিতে বেনাপোল বন্দরে শুল্ক ফাঁকির উদ্দেশ্যে মিথ্যা ঘোষণায় আমদানিকৃত চার আমদানিকারকের ১ কোটি ১৮ লাখ টাকার পণ্য আটক করেছেন কাস্টমস সদস্যরা।

Facebook Comments Box
  • Untitled post 14630
  • Untitled post 14225
  • Untitled post 11155
  • Untitled post 14630
  • Untitled post 14225