, , , ,

নিষেধাজ্ঞার প্রথম দিনেই তালতলীতে ১৪ জেলের কারাদণ্ড

স্টাফ রিপোর্টার:
সাগরে ইলিশ ধরা নিষেধাজ্ঞার প্রথম দিনেই (সোমবার) বরগুনার তালতলী উপজেলার ১৪ জেলেকে ২০ দিন করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় জব্দ হওয়া ৩টি ট্রলার বাজেয়াপ্ত করে ট্রলারে থাকা প্রায় ৮১ হাজার মিটার জাল জনসম্মখে পুড়িয়ে ফেলা হয়েছে। জব্দকৃত ৫০ কেজি ইলিশ বিভিন্ন এতিম খানায় দেওয়া হয়েছে। সোমবার (০৪ অক্টোবর) বেলা ১২ টার দিকে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. কাওসার হোসেন ১৪ জেলেকে ২০ দিন করে এ কারাদন্ড দেন।

উপজেলা মৎস্য বিভাগ সূত্রে জানা যায়, ৪ অক্টোবর থেকে ২৫ অক্টোবর পর্যন্ত ২২ দিন সাগরে ইলিশ মাছ ধরার উপর নিষেধাজ্ঞার প্রথম দিনে সকিনা কোস্টগার্ড ও নিদ্রা নৌ-পুলিশের যৌথ টিম উপজেলার পায়রা নদীতে অভিযান চালিয়ে ৩টি ট্রলার, ১৪ জেলে, ট্রলারে থাকা প্রায় ৮১ হাজার মিটার জাল ও ৫০ কেজি ইলিশ জব্দ করে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. কাওসার হোসেনের ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করেন। দন্ডপ্রাপ্ত জেলেরা হলো, মিজানুর (৪০), মো.আলম (৪০), আবুছলে (৩৫), মো.ফারুক গাজী (৫০), মো.শাকিব (২২), মো.দুলাল (৪০), মো.দেলোয়ার হোসেন (৪৫), মো.হায়দার (৩৫), মো.ইছাহাক মিয়া (৫০), মো.হালিম (৩৫), মো.ছগির (৪০), মো.সালাম (৩৪), মো.হারুন (২৩) ও মো.আবু হানিফ(৪৫)। এদের সকলের বাড়ী উপজেলার বিভিন্ন গ্রামে।

তালতলী উপজেলা মৎস্য কর্মকর্তা মো.মাহবুুবুল আলম জানান, রবিবার রাত ১২টার পর থেকে সকিনা কোস্ট গার্ড ও নিদ্রা নৌ-পুলিশের যৌথ টিম পায়রা নদীতে অভিযান চালায়। এ সময় নিদ্রা, সকিনা ও আশারচরের বিভিন্ন এলাকা থেকে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকারের দায়ে ১৪ জেলেকে আটক করে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে কারাদন্ড দেয়া হয়েছে। এ সময় তিনটি ট্রলার ও এদের সাথে থাকা প্রায় ৮১ হাজার মিটার জাল জব্দ করে পুড়িয়ে ফেলা হয়েছে।

Facebook Comments Box
  • Untitled post 14630
  • Untitled post 14225
  • Untitled post 11155
  • Untitled post 14630
  • Untitled post 14225