বানারীপাড়া প্রতিনিধিঃ
বানারীপাড়া উপজেলার সৈয়দকাঠি ইউনিয়নে আসন্ন ১১ নভেম্বর ইউপি নির্বাচনের দিন যতই এগিয়ে আসছে ততই চায়ের আড্ডা ও হাট-বাজারে মানুষের মাঝে নির্বাচনী গুঞ্জন বৃদ্ধি পাচ্ছে, উজ্জিবীত হচ্ছে সাধারন ভোটাররা। ওই ইউনিয়নের সাধারন ভোটারদের থেকে জানা গেছে নতুন ও দ্বীপ্তমান জনপ্রতিনিধি আসুক তাদের নেতৃত্বে এমন প্রত্যাশা তাদের। এমন তথ্য উপাত্ত্য নিয়ে ঘাটাঘাটির এক পর্যায়ে পাওয়া যায় ওই এলাকার সমাজসেবী আবুল কালাম বালীর নাম। তিনি সৈয়দকাঠি ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের মৃত আব্দুস শুক্কুর বালীর ছেলে। সাধারন মানুষের দেয়া তথ্য নিয়ে খোজাঁ শুরু হয় তার সমাজ সেবার বিষয়ে। জানা গেছে আবুল কালাম বালী এ ইউনিয়নের প্রায় ৫০ টি মসজিদ ও একাধিক মন্দিরে বিভিন্ন সময় অনুদান দিয়ে আসছেন। এছাড়াও তিনি নলেশ্রী জালিস মাহমুদিয়া মাদ্রাসা সন্ধ্যানদীতে বিলীন হলে নিজের প্রচেষ্টায় ৪১ শতাংশ জমি কিনে পুনঃরায় ওই মাদ্রাসা প্রতিষ্ঠা করেন। শিক্ষানুরাগী আবুল কালাম বালী উত্তরকুল মাধ্যমিক বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের একাধিকবার সভাপতি ছিলেন। সম্প্রতি তার ছোঁয়ায় সংস্কার হয়েছে অবহেলিত মালিকান্দা বাজার। এছাড়া বাংলাবাজার জিরাকাঠির প্রায় ৫ কিলোমিটার সড়ক তিনি নিজ উদ্যোগে মেরামত করেছেন। সৈয়দকাঠি ইসলামীয়া কলেজের একাডেমিক স্বীকৃতি আদায়ে ছিলো তার মূখ্য ভূমিকা। এদিকে এলাকার মানুষের পাশে থেকে সাহায্য সহযোগীতা অব্যাহত রেখেছেন তিনি। ব্যাবসায়ী আবুল কালাম বালীর সাথে কথার ফাঁকে তিনি জানান, তিনি এ ইউনিয়নের চেয়ারম্যান নির্বাচিত হলে সরকারী সহযোগীতা নিয়ে সামাজিক উন্নয়ন কর্মকান্ডসহ অবহেলিত মানুষের সেবা আরও একধাপ এগিয়ে নিতে পারবেন। উল্লেখ্য তিনি কোভিট-১৯ এর বিপর্যস্ত সময়ে এলাকার মানুষের মাঝে খাদ্য সহায়তা সহ আর্থিক অনুদান দিয়েছেন।