বানারীপাড়া প্রতিনিধিঃ
বরিশালের বানারীপাড়ায় বন্দর বাজারের ঔষধ ব্যাবসায়ী জীবনদ্বীপ ফার্মেসীর সত্ত্বাধীকারী দিপক বনিককে মেয়াদোত্তীর্ন ঔষধ সরবরাহ সহ অন্যান্য বেশ কয়েকটি আইন অমান্যের দায়ে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সোমবার সন্ধ্যায় এ ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট সানজিদা রিক্তা। এসময় উপস্থিত ছিলেন পৌর আওয়ামী লীগের ও বন্দর বাজার কমিটির সভাপতি সুব্রত লাল কুন্ডু, সাধারন সম্পাদক আশরাফী মুনীর, থানার উপ-পরিদর্শক মনজুর হোসেন প্রমূখ। জানাগেছে ওই ঔষধ ব্যাবসায়ীর দোকান থেকে রোববার সন্ধ্যায় খাইরুল নামের এক ব্যাক্তি কিছু ঔষধ ক্রয় করে তা থেকে একটি সেবন করেন। ঔষধ সেবনের পরে তার শারীরীক সমস্যা দেখা দিলে ঔষধের পাতা চেক করে দেখতে পান ঔষদের মেয়াদ শেষ। পরদিন সোমবার সন্ধ্যায় মেয়াদহীন ঔষধ নিয়ে সেই দোকানে গেলে দোকানী তার ঔষধ ভালো বলে নিজের সাফাইগান। পরে ঔষধের প্যাকেট ছিরে দেখা যায় অন্য ঔষুধ গুলোতে রুনি পরে গেছে। এমন সংবাদ পেয়ে সেখানে এসে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট সানজিদা রিক্তা এ জরিমানা করেন। এদিকে অভিযুক্ত এ ব্যাবসায়ী পূর্বেও অসংখ্য বার ঔষধ আইন অমান্য করায় জরিমানা দিয়েছেন বলে জানা গেছে।