বানারীপাড়া প্রতিনিধিঃ
বরিশালের বানারীপাড়া উপজেলার চাখার ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের নতুন হাট বাজারে বিদ্যুৎ চুরির অপরাধে স্থানীয় তৈয়ব আলীর ছেলে হুমায়ুন কবির টুটুলের অবৈধ অটোরিকশা চার্জ দেয়ার গ্যারেজের বৈদ্যুতিক মিটার খুলে নিয়েছে পল্লী বিদ্যুৎ সমিতি-২ কর্র্তৃপক্ষ। ঘটনার সত্যতা স্বীকার করে বানারীপাড়া পল্লী বিদ্যুৎ সমিতির এজিএম মো. মতিউর রহমান বলেন, বিদ্যুৎ চুরির অপরাধে প্রাথমিক ভাবে ওই মিটারটি খুলে নিয়ে আসা হয়েছে। এছাড়া চুরির অপরাধে অভিযুক্তকে জরিমানা করে একটি নোটিস প্রদান করা হবে যদি সে জরিমানা পরিশোধ না করে কবে তার বিরুদ্ধে আইনি ব্যাবস্থা গ্রহন করা হবে। জানাগেছে প্রায় ৭ মাস পূর্বে হুমায়ুন কবির টুটুল তাদের বসত বাড়ির সামনের রাস্তার পাশে অবৈধ অটোরিকশা চার্জ দেয়ার জন্য একটি গ্যারেজ তৈরী করেন। এর পর ওই গ্যারেজে বিদ্যুৎ সংযোগের জন্য একটি মিটার সংগ্রহ করেন। কিন্তু মিটারে বিদ্যুতের বৈধ সংযোগ থাকলেও সে রাতের বেলায় অবৈধ ভাবে বিদ্যুৎ চুরি করে গ্যারেজে বিদ্যুৎ সংযোগ নিতেন। এ ঘটনা জানাজানি হলে ৩ অক্টোবর বিদ্যুৎ কর্তৃপক্ষ তার গ্যারেজ থেকে বিদ্যুৎ সংযোগ বিছিন্ন করে মিটার খুলে নেয়। এ বিষয়ে জানতে সরেজমিনে ওই স্থানে গেলে হুমায়ুন কবির টুটুল ও তার পিতা তৈয়ব আলীকে বাড়িতে না পাওয়ায় তাদের বক্তব্য নেয়া সম্ভব হয়নি।