মোঘল সুমন শাফকাত, বানারীপাড়াঃ
বরিশালের বানারীপাড়ায় প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে বানারীপাড়া উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভার ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও সম্পাদকসহ ৪১ জন অসহায় ও দুস্থ মানুষের মাঝে চিকিৎসা সহায়তার ১১ লক্ষাধিক টাকার চেক বিতরণ করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে চেক বিতরন করেন কেন্দ্রীয় ছাত্র লীগের সাবেক সভাপতি বরিশাল -২ (বানারীপাড়া -উজিরপুর) আসনের সংসদ সদস্য মোঃ শাহে আলম। ১১ অক্টোবর সোমবার সন্ধ্যায় বানারীপাড়া উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে চেক বিতরণ অনুষ্ঠানে পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক রাহাদ সুমনের স ালনায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন উপজেলা আওয়ামী লীগের কার্যকরী কমিটির অন্যতম সদস্য ডাঃ খোরশেদ আলম সেলিম, যুগ্ম সাধারণ সম্পাদক এটিএম মোস্তফা সরদার, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ নুরুল হুদা, উপজেলা যুবলীগের সাবেক আহবায়ক অধ্যাপক জাকির হোসেন, সাবেক যুগ্ম আহবায়ক ও উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি জাকির হোসেন প্রমূখ।