বিশেষ প্রতিবেদক, বরগুনাঃ
বিচার ব্যবস্থায় সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর প্রবেশাধিকার; চালেঞ্জ ও উত্তরণে করনীয় নিয়ে বরগুনায় করা হয়েছে কমিউনিটি সংলাপ। সুইজারল্যান্ড ও বিএনএনআরসির সহযোগিতায় লোকবেতার এ সংলাপের আয়োজন করে।
বরগুনা প্রেসক্লাব মিলনায়নে অনুষ্ঠিত সংলাপে সভাপতিত্ব করেন, লোকবেতারের পরিচালক মনির হোসেন কামাল। প্যানেল আলোচক ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার মো. তোফায়েল হোসেন সরকার, বরগুনা প্রেসক্লাবের সভাপতি জহিরুল হাসান বাদশা ও বরগুনা জেলা মহিলা পরিষদের সভাপতি নাজমা বেগম। সংলাপের সঞ্চালক ছিলেন, বরগুনা জেলা সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি এডভোকেট মো. শাহজাহান। আলোচনা করেন, বরগুনা সদর হাসপাতালের জুনিয়র কনসালটেন্ট ডা. মাহবুব হোসাইন, ভিকটিম সাপোর্ট সেন্টারের অভিযোগ নিস্পত্তিকারী সাংবাদিক চিত্তরঞ্জন শীল, জাগোনারীর প্রধান নির্বাহী হোসনে আরা হাসি, জেলা প্রিন্ট মিডিয়া সাংবাদিক ফোরামের সভাপতি হাসানুর রহমান ঝন্টু, সিবিডিপির নির্বাহী পরিচালক জাকির হোসেন মিরাজ, শিল্পকলা একাডেমীর সম্পাদক মুনিরুজ্জামান মুনির, জেলা টেলিভিশন সাংবাদিক ফোরামের সভাপতি আবু জাফর মো. সালেহ, বরগুনা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সোহেল হাফিজ, জেলা প্রিন্ট মিডিয়া সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক হাফিজুর রহমান, সহকারি জেলা শিক্ষা অফিসার মো. মফিজুল ইসলাম, ্উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা বিভাস কিশোর দাস ও সুশীলনের প্রকল্প সমন্বয়কারি মনিরুল ইসলাম।
Facebook Comments Box